সুচিত্রা সেনের জীবনীভিত্তিক চলচ্চিত্র হচ্ছে না
গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Apr 2021 07:52 PM BdST Updated: 06 Apr 2021 07:52 PM BdST
-
সুচিত্রা সেনের কোলে ছোট রাইমা সেন। ছবি: ইন্সটাগ্রাম থেকে।
সুচিত্রা সেনের জন্মদিনে রাইমা সেন জানালেন ‘মহানায়িকা’কে নিয়ে কোনো ছবি-ই হচ্ছে না।
বাঙালির হৃদয় কাঁপানো নায়িকা সুচিত্রা সেন শুধু বাংলা সিনেমাতেই নয়, হিন্দি চলচ্চিত্রেও তার সম্মোহনী চাহনিতে মুগ্ধ হয়েছেন বহু দর্শক।
তার পথ অনুসরণ করে কন্যা মুনমুন সেন-ই নয়, নাতনি রাইমা ও রিয়া সেন হেঁটেছেন রুপালি পর্দায়।
খবর রটেছিল এই মহীয়সী নায়িকাকে নিয়ে তৈরি হবে চলচ্চিত্র, আর সেথায় সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করছেন রাইমা সেন।
তবে সুচিত্রা সেনের জন্মদিনে রাইমা জানালেন তার মাতামহীকে নিয়ে হচ্ছে না কোনো ‘বায়োপিক’।
টাইমস অফ ইন্ডিয়াতে দেওয়া এক সাক্ষাৎকারে ‘বাইশে শ্রাবণ’ খ্যাত অভিনেত্রী বলেন, “সেই ‘বায়োপিক’ আর হচ্ছে না।”
কেনো বা কী কারণে হচ্ছে না সে ব্যাপারে কোনো ব্যাখ্যা না দিলেও, ৬ এপ্রিল সুচিত্রার জন্মদিন উপলক্ষ্যে স্মৃতিচারণ করে রাইমা বলেন, “তার জন্মদিনে আমরা দুপুরে একসঙ্গে খেতাম। তিনি নানান রকম বাঙালি খাবার তৈরি করতেন। বড় হওয়ার পরও এরকম আয়োজন হয়েছে। শুধু পরিবারের লোকজনরাই থাকতো।”
“এমনকি রাতেও আমাদের একসঙ্গে খাওয়া হত। আমাদেরটার পাশেই তার ফ্ল্যাট। তবে জন্মদিনের আমরা সারাদিন তার ওখানেই কাটাতাম।”
এই কিংবদন্তী নায়িকার মেয়ে, চলচ্চিত্র অভিনেত্রী মুনমুন সেন তাই কৃতজ্ঞতার স্বরে বলেন, “আমার মা’কে যে এখনও সবাই মনে রেখেছেন সেজন্য আমি আনন্দিত।”
সর্বাধিক পঠিত
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব
- স্বাস্থ্যের নরম সুর, চাইল পুলিশের সহায়তা
- বেনজেমার জোড়া গোলে শীর্ষে রিয়াল
- তিন নম্বরের পর পাকিস্তানের সব টেল এন্ডার!
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- শান্ত-তামিম-মুমিনুলের ব্যাটে স্বপ্নময় দিন
- টি-টোয়েন্টির চূড়া থেকে এক ধাপ দূরে বাবর
- শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস
- লকডাউন: করোনাভাইরাসের মৃত্যুময় সপ্তাহে কমেছে শনাক্তের হার