করোনাভাইরাসে আক্রান্ত অক্ষয় কুমার
গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Apr 2021 07:50 PM BdST Updated: 05 Apr 2021 07:50 PM BdST
‘রাম সেতু’র ৪৫ জন শিল্পী কোভিড-১৯ পজেটিভ। শুটিং বন্ধ।
‘রাম সেতু’ ছবির শুটিংয়ের মধ্যেই কোভিড-১৯’য়ে আক্রান্ত হয়েছে বলিউডের অক্ষয় কুমার। অবস্থা খারাপ না হলেও সাবধানতার জন্য ভর্তি হয়েছেন হাসপাতালে।
পঞ্চাশোর্ধ এই নায়ক সোমবার টুইটারে লেখেন, “আমি ভালো আছি। কিন্তু সাবধানতা হিসেবে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছি। খুব দ্রুত বাড়ি ফিরব বলে আশা রাখছি।”
এদিকে আনন্দবাজার ডটকম জানায়, অক্ষয়ের আক্রান্তের পর ‘রাম সেতু’ ছবির কলাকুশলীদের পরীক্ষা করার ব্যবস্থা করা হয়। ফলাফল ১০০ জনের মধ্যে ৪৫ কলাকুশলীর কোভিড-১৯ ‘পজেটিভ’। তারা সবাই ‘জুনিয়র আর্টিস্ট’। ফলে বন্ধ করে দেওয়া হয়েছে ছবির কাজ।
‘রাম সেতু’: অ্যামাজন ইন্ডিয়া’র প্রথম সহ-প্রযোজিত ভারতীয় ছবি
অ্যামাজন প্রাইম ইন্ডিয়ার প্রযোজনায় এই ছবির কাজ শুরু করতে কয়েকদিন আগেই নুসরত ভারুচা ও জ্যাকুলিন ফার্নান্দেজ-সহ অক্ষয় কুমার উড়াল দিয়েছিলেন ভারতের অযোধ্যায়। সেখান থেকে ফিরে ৫ এপ্রিল থেকে মুম্বাইতে কাজ শুরু করার পরিকল্পনা ছিল।
সর্বাধিক পঠিত
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব
- বেনজেমার জোড়া গোলে শীর্ষে রিয়াল
- স্বাস্থ্যের নরম সুর, চাইল পুলিশের সহায়তা
- তিন নম্বরের পর পাকিস্তানের সব টেল এন্ডার!
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- শান্ত-তামিম-মুমিনুলের ব্যাটে স্বপ্নময় দিন
- টি-টোয়েন্টির চূড়া থেকে এক ধাপ দূরে বাবর
- শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস
- লকডাউন: করোনাভাইরাসের মৃত্যুময় সপ্তাহে কমেছে শনাক্তের হার