এআর রহমানের অনুপ্রেরণা মনি রত্নম

পরিচালক মনি রত্নমের কারণেই এআর রহমান চলচ্চিত্র নির্মাণে হাত দিয়েছেন।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2021, 06:06 AM
Updated : 4 April 2021, 06:06 AM

অস্কার জয়ী ভারতীয় সংগীত পরিচালক এআর রহমানের প্রথম প্রযোজিত ছবি ‘৯৯ সংস’। তিনি এই ছবির সহকারী-লেখকও। আর সংগীতের পাশাপাশি চলচ্চিত্র তৈরির এই অনুপ্রেরণা তিনি পেয়েছেন পরিচালক মনি রত্নমের কাছ থেকে।

শনিবার এক সংবাদ সম্মেলনে এভাবেই নিজেকে চলচ্চিত্র নির্মাণে জড়িয়ে ফেলার কথা বলেন ‘রোজা’ খ্যাত এই সংগীত পরিচালক।

জিনিউজ ইন্ডিয়া ডটকম, এআর রহমানের উদ্ধৃতি দিয়ে জানায়, মনি রত্মমের কারণেই ছবি তৈরির কাজে হাত দিয়েছিলেন রহমান।

তিনি বলেন, “মনি রত্নম আমাকে একদিন বলেছিলেন, তুমি কি জানো কীভাবে সিনেমা তৈরি করতে হয়, এটা অনেকটা তোমার গান তৈরির মতোই। তুমি গানের একটা মুখ তৈরি কর, তারপর বিষয়বস্তু নির্বাচন করার পর সুর দাও, ‘ব্যাকগ্রাউন্ড মিউজিক’ বসাও, তারপর অন্তরা তৈরি করে এক সুন্দর ভ্রমণের মধ্যে দিয়ে দারুণ কিছু সৃষ্টি কর।”

রহমান আরও বলেন, “গল্প আমি পছন্দ করি, যা আমাকে পরিচালনার দিকেও ঠেলে দিচ্ছে।”

তার কথায়, “যে ভাষায় কথা বলি সেই ভাষার সাহায্যে অন্য একটি শিল্প মাধ্যমে গল্প প্রকাশ করা যায়। এটাই আমাকে অনুপ্রেরণা যুগিয়েছে। গল্প আমি ভালোবাসি। ভালোবাসি মানুষ ও জীবন পর্যবেক্ষণ করতে। শুধু ভারতের নয় অন্যান্য সংস্কৃতিও আমার পছন্দ।”

গীতিকাব্য ধর্মী ‘৯৯ সংস’ ছবির কাহিনী আবর্তীত হয়েছে এক উঠতি গায়ককে ‍ঘিরে যে একজন সফল সংগীত পরিচালক হতে চায়।

১৬ এপ্রিল ছবিটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে।