বাপ্পি লাহিড়ী হাসপাতালে, অবস্থা স্থিতিশীল
গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Apr 2021 02:21 PM BdST Updated: 03 Apr 2021 02:21 PM BdST
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় সংগীত শিল্পী বাপ্পি লাহিড়ী।
“অবস্থা কিছুটা আশঙ্কাজনক হলেও ওষুধে সাড়া মিলছে। তিনি ভালো হয়ে উঠছেন।” বাপ্পি লাহিড়ীর শারীরিক অবস্থা সম্পর্কে ভারতীয় গণমাধ্যমে এভাবেই বললেন তার ছেলে বাপ্পা লাহিড়ী।
শুক্রবার বাপ্পা আরও বলেন, “আজ তিনি বেশ ভালো আছেন। প্রফুল্ল চিত্তে বাড়ি ফেরার অপেক্ষায় আছেন।”
“আইসোলেশন’-এ থাকাটাই তার জন্য বেদনার। তাকে আনন্দে রাখতে আমরা মাঝে মাঝেই ভিডিও কল করি। যাতে তিনি আমাদের দেখতে পারেন। আর সেটাই তাকে আনন্দে রাখে।” বললেন বাপ্পা।
৬৮ বছর বয়সি এই সুরকার ও সংগীত শিল্পীর দেহে করোনাভাইরাসের প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ার পর বুধবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
লাহিড়ীর মেয়ে রেমা লাহিড়ী’র ভাষ্য অনুযায়ী, “তার (বাপ্পি লাহিড়ী) মধ্যে সংক্রমণের লক্ষণ কম দেখা দিলেও বয়সের কারণে আগাম সতর্কতার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে।”
এদিকে বাপ্পি লাহিড়ীর সুস্থতা কামনা করে ভারতের নাইটিঙ্গেল খ্যাত লতা মঙ্গেশকর বলেন, “শিশু বাপ্পিকে কোলে নিয়েছি। তার বাবার (অপ্রেশ লাহিড়ী) সঙ্গে গান করেছি। তখন থেকেই তারা আমার পরিবারের অংশ হয়ে গিয়েছে। বাপ্পির অসুস্থতা আমাকে দুঃশ্চিন্তায় ফেলে দিয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করছি।”
সর্বাধিক পঠিত
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব
- বেনজেমার জোড়া গোলে শীর্ষে রিয়াল
- স্বাস্থ্যের নরম সুর, চাইল পুলিশের সহায়তা
- তিন নম্বরের পর পাকিস্তানের সব টেল এন্ডার!
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- শান্ত-তামিম-মুমিনুলের ব্যাটে স্বপ্নময় দিন
- ৫১৪ বল আর সেরা জুটিতে রেকর্ড বইয়ে শান্ত-মুমিনুল
- টি-টোয়েন্টির চূড়া থেকে এক ধাপ দূরে বাবর
- কোভিড-১৯: ভারতে দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড