এখন চলচ্চিত্রে গুরুত্ব দেব: মিথিলা
সাইমুম সাদ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Mar 2021 04:59 PM BdST Updated: 22 Mar 2021 01:10 AM BdST
-
ছবি: ফেইসবুক থেকে নেওয়া।
-
ছবি: ফেইসবুক থেকে নেওয়া।
-
ছবি: ফেইসবুক থেকে নেওয়া।
-
ছবি: ফেইসবুক থেকে নেওয়া।
টিভি নাটকের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা নাম লিখিয়েছেন চলচ্চিত্রে; টিভি নাটকের বাইরে এবার চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে মনোযোগী হওয়ার বার্তা দিলেন তিনি।
শনিবার পরিচালক অনন্য মামুনের ‘অমানুষ’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন মিথিলা; পাশাপাশি কলকাতার দুই চলচ্চিত্রেও কাজ করবেন তিনি। রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে চলচ্চিত্র নিয়েই আগামীর পরিকল্পনার কথা জানালেন তিনি।

ছবি: ফেইসবুক থেকে নেওয়া।
মিথিলা: কন্ট্রাক্ট হলেও ছবির শুটিং শুরু হয়নি। ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছি। ছবিটি নিয়ে পরিচালকের সঙ্গে বসতে হবে, সহশিল্পীদের সঙ্গে আরও রিহার্সেল করতে হবে। কাজগুলো এখনও বাকি আছে।
ছবিতে কী চরিত্রে অভিনয় করছেন?
মিথিলা: একটা মেয়ে দেশের বাইরে থাকে; দেশে আসার পর তার সঙ্গে অদ্ভূত সব ঘটনা ঘটতে থাকে। ওটাকে ঘিরেই গল্পটা এগিয়ে যায়। মেয়েটাকে অনেক চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। শেষ পর্যন্ত ঘটনা কোন দিকে যায়-তার জন্য সিনেমাটা দেখতে হবে।

ছবি: ফেইসবুক থেকে নেওয়া।
দীর্ঘদিন ধরে টিভি নাটকে অভিনয় করলেও চলচ্চিত্রে নাম লেখাতে বেশ সময় নিলেন...
মিথিলা: মাঝে অনেক চলচ্চিত্রের অফার পেলেও আমার পক্ষে করা সম্ভব ছিল না; কারণ আমি ফুলটাইম চাকরি করি। অফিসের কাজে প্রচুর দেশের বাইরে যেতে হয়। এছাড়াও তখন মাস্টার্স করছিলাম, বাচ্চা ছোট ছিল। সময় না পাওয়ায় তখন আসলে চলচ্চিত্রে কাজ করা হয়নি। তবে অভিনয়টা করতে আমি ভীষণ ভালোবাসি ও বড় পরিসরেই কাজ করতে চাই।
এখন ওয়েবেও নিয়মিত কাজ করছি। সবকিছু গুছিয়ে এনেছি। গত বছর থেকে অনেকগুলো ছবির বিষয়ে কথা হচ্ছে। প্যান্ডেমিকের কারণে ছবির কাজ পিছিয়ে গেছে। ‘অমানুষ’ ছাড়াও বাংলাদেশে আরেকটি ছবির ব্যাপারে কথা হয়েছে।
কলকাতার দুই চলচ্চিত্রে কাজ করছি; তবে প্যান্ডেমিকের কারণে কাজ পিছিয়ে গেছে। সেইভাবে চিন্তা করলে, ‘অমানুষ’ দিয়েই চলচ্চিত্রে শুরু করছি-ব্যাপারটা তেমন হয়। তবে এটার শুটিং হয়তো আগে শুরু হচ্ছে। সে হিসেবে এটা দিয়েই শুরু বলা যায়।
কলকাতায় কী কী কাজ করছেন?
মিথিলা: কন্ট্রাক্ট সাইন করার আগ পর্যন্ত বিষয়টি নিয়ে বলাটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। তবে সবগুলো কাজই খুব ভালো; আমার চরিত্রগুলোও খুব ভালো। কাজগুলো যখন আস্তে আস্তে হবে তখন দর্শকরা আমার অভিনয়ের বিভিন্ন দিক দেখতে পারবেন।
ছবি: ফেইসবুক থেকে নেওয়া।
মিথিলা: গত তের বছর ধরে আমি ব্র্যাকে আছি; ব্র্যাকেই কাজ করব। আগে হয়তো কাজের মাঝে সময় বের করে টেলিভিশনে কাজ করতাম। এখন সিনেমায় গুরুত্ব দেবো। সেই সঙ্গে ওয়েবের কাজগুলোও করব।
সময় পরিবর্তন হচ্ছে; আমার মনে হয়, সময়ের সঙ্গে আরেকটু বড় পরিসরে কাজ করা উচিত। তবে আমি অনেক কাজ করব না, সেটা কখনোই করতে পারিনি। কম কাজ করব; সিনেমা কিংবা ওয়েব সিরিজে ফোকাস করার চেষ্টা করব।
-
‘অ্যাভাটার’ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত ক্যামেরনের
-
সেন্সর ছাড়পত্র পেল ‘হাওয়া’ ও ‘পরাণ’
-
‘কালীর’ ঠোঁটে সিগারেট, ভারতে মামলার আর্জি নির্মাতার বিরুদ্ধে
-
রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নে অক্ষয় বললেন, সিনেমাই করতে চান
-
ঈদে টিভিতে ‘সাপলুডু’
-
গ্রিস দেখল ‘হাসিনা: আ ডটারস টেল’
-
অবসর ভেঙে অভিনয়ে ফিরছেন ক্যামেরন ডিয়াজ
-
স্পেনে পুরস্কৃত রেহানা মরিয়ম নূর ও বাঁধন
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের নুরুল আমিন ও স্ত্রী গ্রেপ্তার
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’