২১ মার্চ রানী মুখার্জীর জন্মদিন।
Published : 21 Mar 2021, 01:26 PM
বলিউডে ২৫ বছর কাটানোর পর জন্মদিনে নতুন ছবির ঘোষণা দিলেন রানী মুখার্জী।
তার এই নতুন ছবির নাম ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। রানীকে এখানে দেখা যাবে মায়ের চরিত্রে; যিনি আত্মসম্মান ও বুদ্ধির বদৌলতে নিজের কথা বলতে ভুলে যায় না।
জি স্টুডিওর মণিষা আধওয়ানি, মধুভোজওয়ানি ও নিখিল আধওয়ানির এমি এন্টারটেইনমেন্টের ব্যানারে রানী এই ছবির ঘোষণা দিলেন।
সিনেমাটি নিয়ে ভিষণ আশাবাদী রানী।
তিনি বলেন, “রাজা কি আয়েগী বারাত’ সিনেমার পর থেকে কেটে গেছে ২৫ বছর। এখন সিনেমার পাশাপাশি কমিটমেন্টেরও সময় এসেছে।”
বলিউড হাঙ্গামা ডটকম’য়ের খবরে প্রকাশ, সত্য ঘটনা অবলম্বনে তৈরি হতে যাওয়া ছবির কাহিনী এগিয়েছে একজন মা’কে ঘিরে। যে কিনা সকল বাধা পেরিয়ে এগিয়ে যায় সামনের দিকে।
রানীর কথায়, “গল্পে রয়েছে মানবতা বোধ। আর ছবিটি আমি সব মায়েদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম।”
আশিমা চিবের’য়ের পরিচালনায় ছবির কাজ খুব শিগগিরই শুরু হবে বলে জানান রানী।