বনানীতে চিরনিদ্রায় শাহিন আলম

সহকর্মী ও আত্মীয়-স্বজনদের শ্রদ্ধা ও ভালোবাসায় রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন নব্বই-শূন্য দশকের চিত্রনায়ক শাহিন আলম।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2021, 08:34 AM
Updated : 9 March 2021, 08:34 AM

রাজধানীর নিকেতন মসজিদে ফজরের নামাজের পর জানাজা থেকে মঙ্গলবার সকাল ১০টায় সমাহিত করা হয়েছে তাকে।

কিডনির জটিলতা ও ডায়াবেটিসে আক্রান্ত ৫৮ বছর বয়সী শাহীন আলম সোমবার রাতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ অভিনেতার বিদায়ের আনুষ্ঠানিকতায় সহকর্মীদের মধ্যে অংশ নিয়েছিলেন ওমর সানী।

ওমর সানী ফেইসবুকে লিখেছেন, “বন্ধু শাহিন আলমকে শেষ বিদায় দিয়ে এলাম। বন্ধু অমিত হাসান, মিশা সওদাগর, শাহিন আলম আর আমার পথচলা একই সময়ে, তুই ফাঁকি দিয়ে চলে গেলি, অনেক কিছু লিখতে চাইলাম; কোথায় যেন আটকে যাচ্ছি।”

১৯৮৬ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতা থেকে উঠে আসেন এ অভিনেতা। ১৯৯১ সালে মুক্তি পায় তার প্রথম চলচ্চিত্র ‘মায়ের কান্না’। অধিকাংশ চলচ্চিত্রেই পাশ্ব-অভিনেতা হিসেবে কাজ করেছেন তিনি।

ক্যারিয়ারজুড়ে ‘তেজী’, ‘চাঁদাবাজ’, ‘প্রেম প্রতিশোধ’, ‘দাগী সন্তান’, ‘স্বপ্নের নায়ক’, ‘পাগলা বাবুল’, ‘ঢাকাইয়া মাস্তান’, ‘বাঘের বাচ্চা’সহ দেশ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

একমাত্র মেয়ের মৃত্যুর পর অভিনয় ছেড়ে দেন শাহিন আলম; মৃত্যুর আগ পর্যন্ত রাজধানীর গাউছিয়া মার্কেটে একটি কাপড়ের শো রুম দেখভাল করতেন এ অভিনেতা।