আরেক প্রতিষ্ঠানের ব্যানারে প্রযোজনায় আজিজ

মেসার্স সেভেন স্টার ফিল্মস নামে আরেক প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে চলচ্চিত্রে বিনিয়োগ করছেন অর্থ পাচার মামলার পলাতক আসামী জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ।

সাইমুম সাদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2021, 01:05 PM
Updated : 7 March 2021, 01:05 PM

কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় স্পাই থ্রিলার অবলম্বনে পরিচালক সৈকত নাসিরের পরিচালনায় নির্মিতব্য ‘মাসুদ রানা’ চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে জাজ মাল্টিমিডিয়ার নাম খবরে এলেও ছবিটি প্রযোজনা করছে মেসার্স সেভেন স্টার ফিল্মস।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) এক অফিস আদেশে এ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে সেভেন স্টার ফিল্মসের নাম উঠে এসেছে। ছবিটির প্রাথমিক বাজেট ধরা হয়েছে সাড়ে তিন কোটি টাকা।

আব্দুল আজিজ রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রযোজনা প্রতিষ্ঠানটি জাজ মাল্টিমিডিয়ারই অঙ্গ প্রতিষ্ঠান। এর আগে মুক্তির অপেক্ষায় থাকা ‘জ্বিন’ ও ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘দেশা দ্য লিডার’ প্রযোজনা করেছে সেভেন স্টার ফিল্মস।

তবে ছবিগুলোর প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে বরাবরই জাজ মাল্টিমিডিয়ার নাম এসেছে খবরে।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে আব্দুল আজিজের বিরুদ্ধে ৯১৯ কোটি ৫৬ লাখ টাকা বিদেশে পাচারের মামলা হওয়ার পর থেকেই আলোচনায় আসে তার মালিকানাধীন জাজ মাল্টিমিডিয়া।

একই মামলায় তার ভাই এমএ কাদেরকে গ্রেপ্তারের পর দুই বছরেরও বেশি সময় ধরে আজিজ পলাতক আছেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপকালে আজিজ দাবি করেন, তিনি বর্তমানে কানাডায় আছেন। 

দুই বছরেও বেশি সময় ধরে আজিজের অবর্তমানে খেই হারিয়ে ডুবতে বসেছে এক সময়ের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

আগে বছরজুড়ে জাজ মাল্টিমিডিয়া একের পর এক চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেও আজিজের বিরুদ্ধে মামলার পর তাতে ভাটা পড়ে।

পলাতক অবস্থায় দীর্ঘদিন খবরের বাইরে থাকা আজিজ যখন প্রযোজনায় ফিরলেন তখন আলোচিত জাজকে রেখে অনালোচিত এক প্রতিষ্ঠানের শরণ নিলেন কেন, তার কোনও উত্তর মেলেনি আজিজের কাছে।

আজিজ জানান, মেসার্স সেভেন স্টার ফিল্মস নিয়ে নয়, জাজ নিয়েই ভবিষ্যত পরিকল্পনা সাজাচ্ছেন তিনি।  

আব্দুল আজিজের অবর্তমানে জাজ মাল্টিমিডিয়ার দেখভালের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা অলিমুল্লাহ খোকন জানান, মেসার্স সেভেন স্টার ফিল্মসের সঙ্গে আব্দুল আজিজ থাকলেও তিনি নেই।