রূপান্তরিত নারী তাসনুভা চলচ্চিত্রে

পরিচালক অনন্য মামুনের ‘কসাই’ চলচ্চিত্রে অভিনয় করেছেন রূপান্তরিত নারী তাসনুভা আনান শিশির।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2021, 10:20 AM
Updated : 7 March 2021, 11:24 AM

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ চলচ্চিত্রে পুলিশের গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তার চরিত্রে কাজ করেছেন শিশির। ইতোমধ্যে ছবির ‍দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে; শিগগিরই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানান নির্মাতা মামুন।

এর আগে একটি আন্তর্জাতিক তথ্যচিত্রে কাজ করলেও ‘কসাই’র মধ্য দিয়ে দেশের চলচ্চিত্রে অভিষেক ঘটছে তার।

শিশির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেকদিন ধরেই মামুন ভাইয়ের সঙ্গে কাজের ইচ্ছা ছিল। `কসাই’ ছবিতে গোয়েন্দা কর্মকর্তা তিশার চরিত্রে কাজের সুযোগ পেয়েছি। চরিত্রটা যথেষ্ট চ্যালেঞ্জিং । চরিত্রটাকে বাস্তবে রূপদানের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি।”

ছবি: ফেইসবুক থেকে নেওয়া

পরিচালক অনন্য মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি তাকে একজন মানুষ হিসেবে আমার ছবিতে নিয়েছি। আমার মনে হয়েছে একটা মানুষের সিনেমায় কাজের আগ্রহ আছে- সেটা দেখেই আমি নিয়েছি।”

২০০৭ সাল থেকে থিয়েটারের সঙ্গে বাগেরহাটের মোংলায় জন্ম নেওয়া শিশির; বর্তমানে কাজ করছেন নাটকের দল বটতলায়।

চলচ্চিত্রে অভিনয় নিয়ে পরিকল্পনার কথা জানতে চাইলে শিশির বলেন, “গল্পনির্ভর ছবিতে বৈচিত্রময় চরিত্রে কাজ করতে চাই।”

চলচ্চিত্রের পাশাপাশি বৈশাখী টেলিভিশনে সংবাদ পাঠক হিসেবেও আত্মপ্রকাশ করছেন তিনি। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে সংবাদপাঠে দেখা যাবে তাকে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথে স্নাতকোত্তর পড়ছেন শিশির।