শ্রেয়া ঘোষালের সংসারে আসছে নতুন অতিথি
গ্লিটজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Mar 2021 06:08 PM BdST Updated: 05 Mar 2021 06:08 PM BdST
-
ছবি: ইন্সটাগ্রাম থেকে।
বিয়ের ৬ বছর পর সন্তান আসতে চলেছে শ্রেয়া ও আদিত্যর সংসারে৷
মা হতে যাওয়ার খবরটি ইন্সটাগ্রামে নিজেই জানালেন ভারতীয় সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল। আগত সন্তানকে নিজের ও স্বামির নামের সঙ্গে মিলিয়ে ‘শ্রেয়াদিত্য’ বলেও সম্বোধন করেন এই গায়িকা।
বৃহস্পতিবার সকালে পোস্ট করা ছবিতে দেখা যায়, আরামদায়ক কাপড়ে নিজ বাসার বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন শ্রেয়া। পরম মমতায় ধরে আছেন ‘বেবি বাম্প’।
ছবির নিচে তিনি আশির্বাদ চেয়ে লেখেন, “শ্রেয়াদিত্য আসছে। শিলাদিত্য আর আমি এই খবর জানাতে পেরে দারুণ রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে। আমাদের জীবনে এই নতুন অধ্যায়ের শুরু জন্য সকলের ভালোবাসা ও আশির্বাদ কাম্য।”
তার এই পোস্ট ধরে ভারতীয় গনমাধ্যম জানায়, শ্রেয়া ঘোষাল ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন ২০১৫ সালে। ৫ ফেব্রুয়ারি ছিল তাদের বিবাহবার্ষিকী। আর মার্চের শুরুতেই তিনি দিলেন এই সুখবর।
-
মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
-
কোভিড-১৯: আলমগীর হাসপাতালে
-
‘থর’-এর পরের ছবিতে ভিলেন ক্রিশ্চিয়ান বেল
-
ওয়ারসাইট ব্যান্ডের এক যুগ পূর্তি
-
রূপকথার রাজকুমার- ওয়াসীম
-
স্মৃতির পাতায় থাকুক ‘মিষ্টি মেয়ে’ কবরী
-
চলচ্চিত্র পুরস্কার নিয়ে বাবার আক্ষেপ ছিল: ওয়াসীমের ছেলে
-
কোভিড-১৯: মারা গেছেন সাংবাদিক-সংগঠক শফিউজ্জামান খান লোদী
সর্বাধিক পঠিত
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- ছুটি পেয়ে ১০ মাস পর পরিবারের কাছে ওয়াকার
- মামুনুলের রিসোর্টকাণ্ড: সোনারগাঁওয়ের ওসি রফিকুল চাকরিই হারালেন
- চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে
- করোনাভাইরাস: চার দিন পর দৈনিক মৃত্যু একশর নিচে নামল
- ধোনির উপলব্ধি, তার কারণে হারতে পারত দল