টুঙ্গিপাড়ার মিয়া ভাই: ছাড়পত্রই মেলেনি, মুক্তির তারিখ ঘোষণা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রের ছাড়পত্রের বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সিদ্ধান্তহীনতার মধ্যেই ছবির মুক্তির দিনক্ষণ ঘোষণা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। 

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2021, 06:51 AM
Updated : 3 March 2021, 06:51 AM

সেন্সর বোর্ড বলছে, ছবিটির ছাড়পত্রের বিষয়ে বোর্ড কোনও সিদ্ধান্তে আসতে পারেনি। সেন্সর বোর্ডের মতামত তথ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে, তারপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

ফলে ছবিটি আদৌ সেন্সর পাবে কিনা কিংবা পেলেও কবে পাবে-তা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ১২ মার্চ দেশজুড়ে ছবিটি মুক্তি দেওয়া হবে বলে শাপলা মিডিয়ার ফেইসবুক পেইজে ও ছবির পোস্টারে জানানো হয়েছে।

সেন্সর পাওয়ার আগেই ছবির মুক্তির তারিখ ঘোষণা নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রশ্নের জবাবে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান দাবি করেন, ফেইসবুকে ও পোস্টারে দেওয়া ঘোষণার কথা তিনি জানেন না।

তিনি বলেন, “সেন্সর পাওয়ার আগে আমরা বলতে পারছি না, ছবিটি কবে মুক্তি পাবে। তবে সেন্সর পেলে আশা করছি, ছবিটি ১২ মার্চ মুক্তি দিতে পারব। সব কিছুই এখন সেন্সরের উপর নির্ভর করছে।”

শামীম আহমেদ রনীর চিত্রনাট্যে ছবিটি প্রযোজনার পাশাপাশি পরিচালনাও করেছেন সেলিম খান।

টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া শেখ মুজিবুর রহমান কিভাবে বাংলাদেশের অবিসংবাদিত নেতা হয়ে উঠলেন- সেই কাহিনিই তুলে আনা হয়েছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রে।

এতে বঙ্গবন্ধুর চরিত্রে সেলিমপুত্র শান্ত খান, বেগম ফজিলাতুন্নেসার ভূমিকায় দীঘি অভিনয় করেছেন। অন্যান্য চরিত্রে আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, জিয়াউল হাসান কিসলু, শিবাশানুসহ আরও অনেকে।