ঢাকার চলচ্চিত্রে প্রসেনজিৎ
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Feb 2021 06:09 PM BdST Updated: 25 Feb 2021 07:06 PM BdST
-
ছবি: টুইটার থেকে নেওয়া।
-
ছবি: টুইটার থেকে নেওয়া।
শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় ‘বাবাই’ শিরোনামে একটি চলচ্চিত্রে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের চিত্রনায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
ছবির প্রযোজক সেলিম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছবির প্রধান চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় করছেন। আগামী মাসের শেষের দিকে ছবির শুটিং শুরু হবে।”
এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক জিজ্ঞাসায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যবস্থাপক মোহর জানান, শাপলা মিডিয়ার সঙ্গে ছবিটি নিয়ে তার আলোচনা হয়েছে।
‘বাবাই’ পরিচালনা করছেন পরিচালক শামীম আহমেদ রনি।

ছবি: টুইটার থেকে নেওয়া।
তবে এ বিষয়ে সোহানা সাবার কোনও বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় ‘মনের মানুষ’, ‘শঙ্খচিল’ চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ; এবারের চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে বাংলাদেশের একক প্রযোজনায়।
টালিগঞ্জের ‘ষড়রিপু’ শিরোনামে একটি চলচ্চিত্রে অভিনয় করে আসা সোহানা সাবা এর আগে ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকমহলে প্রশংসিত হয়েছেন।
সর্বাধিক পঠিত
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব
- শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস
- শান্ত-তামিম-মুমিনুলের ব্যাটে স্বপ্নময় দিন
- তামিমের ব্যাটিং ঝলকে বাংলাদেশের দারুণ সেশন
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল