আদালতে গিয়ে জামিন নিলেন গায়িকা মিলা

সাবেক স্বামী পাইলট এস এম পারভেজ সানজারিকে এসিড ছুড়ে মারার অভিযোগের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন সঙ্গীতশিল্পী মিলা ইসলাম।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2021, 03:31 PM
Updated : 24 Feb 2021, 03:34 PM

ঢাকার এসিড অপরাধ দমন ট্রাইবুনালে বুধবার মিলা তার আইনজীবী শাহিনুল ইসলাম অনির মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

বিচারক দিলারা আলো চন্দনা শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন বলে ট্রাইবুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আনোয়ার উল্লাহ জানিয়েছেন।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি আদালতে হাজির না হওয়ায় মিলা ও তার সহকারী কিম জন পিটার হালদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন বিচারক।

২০১৯ সালের ৪ জুন মিলার সাবেক স্বামী সানজারির বাবা এস এম নাসির উদ্দিন সংগীতশিল্পী মিলা এবং পিটার হালদারের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় এই মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, মিলার পরিকল্পনায় ওই বছরের ২ জুন সানজারির উপর এসিড ছুড়েছিলেন পিটার হালদার। এসিডে সানজারির শরীরের ৮ থেকে ১০ শতাংশ পুড়ে যায়।

২০২০ সালের ৩০ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মিলা ও তার সহযোগীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

একটি বেসরকারি এয়ারলাইন্সের বৈমানিক পারভেজ সানজারির সঙ্গে মিলার বিয়ে হয়েছিল ২০১৭ সালের ১২ মে।

যৌতুকের জন্য মারধরের অভিযোগে ওই বছর ৫ অক্টোবর উত্তরা পশ্চিম থানায় স্বামী সানজারির বিরুদ্ধে মামলা করেন তিনি।

তদন্ত শেষে পুলিশ এ মামলায় সানজারির বিরুদ্ধে অভিযোগপত্র দিলে ২০১৮ সালের ১৬ আগস্ট অভিযোগ গঠনের মধ্য দিয়ে তার বিচার শুরু করে আদালত।

ওই মামলা চলার মধ্যেই সানজারিকে অ্যাসিড ছোড়ার অভিযোগে মিলার বিরুদ্ধে মামলা হয়।