টিজারে ‘অপারেশন সুন্দরবন’, মুক্তি ঈদে

জমকালো আয়োজনে ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রের টিজার প্রকাশ করেছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি; ঈদুল আজহায় ছবিটি মুক্তির দিনক্ষণ ‍চূড়ান্ত করা হয়েছে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2021, 11:06 AM
Updated : 24 Feb 2021, 11:06 AM

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আর্মি গলফ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে টিজারের পাশাপাশি ‘অপারেশন ‍সুন্দরবন’ নিয়ে একটি ওয়েবসাইট উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ারসহ পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সুন্দরবনকে দস্যুমুক্ত করতে পুলিশের অ্যালিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের নির্মাতা দীপংকর দীপন। ছবির গল্প ও চিত্রনাট্যও করেছেন দীপন। সংলাপ লিখেছেন নাজিম-উদ দৌলা।

টিজার প্রকাশের পর সাংস্কৃতিক আয়োজনে নৃত্য পরিবেশন করেছেন ছবির শিল্পী রোশান। পরে সোলস ব্যান্ডের পরিবেশনা ছিল।

অপারেশন সুন্দরবনকে বলা হচ্ছে বাংলাদেশের প্রথম ওয়াইল্ডলাইফ অ্যাকশন থ্রিলার।

র‌্যাবের সুন্দরবনের দুঃসাহসিক সব অভিযানের গল্পে নির্মিত এ চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, সিয়াম আহমেদ, রোশান, নুসরাত ফারিয়া, শতাব্দী ওয়াদুদ, তাসকিন রহমান, মনোজ প্রামানিসহ আরও অনেকে।

সাবেক মহাপরিচালক ড. বেনজীর আহমেদের অনুপ্রেরণায় লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের তত্ত্বাবধানে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।