দুই দেশে মুক্তির অপেক্ষায় অপুর চলচ্চিত্র
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Feb 2021 11:48 AM BdST Updated: 23 Feb 2021 11:48 AM BdST
চিত্রনায়িকা অপু বিশ্বাসের কলকাতার ছবি ‘শর্টকাট’ পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও মুক্তির পরিকল্পনার কথা জানালেন ছবির পরিচালক।
সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা গল্পে ছবিটি পরিচালনা করছেন সুবীর মণ্ডল। এর আগে বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র পরিচালনা করে পরিচিতি পাওয়া সুবীরের এটিই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
ছবির দৃশ্যধারণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে; চলছে ডাবিং। ১০ ফেব্রুয়ারি কলকাতায় গিয়ে ডাবিং করে এসেছেন বলে জানান অপু বিশ্বাস।

“নচিকেতা চক্রবর্তীর শেকড় বাংলাদেশে। ছবিতে বাংলাদেশ থেকে অপুসহ বেশ কয়েকজন অভিনয়শিল্পীও আছেন; ফলে বাংলাদেশেও ছবিটি মুক্তির পরিকল্পনা করেছি।
“বিশেষ করে নচিকেতাকে নিয়ে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালিদের তুমুল আগ্রহ রয়েছে; বাংলাদেশসহ বিশ্বের সব বাঙালিদের মাঝে ছবিটি পৌঁছে দিতে চাই।”
সাফটা চুক্তির আওতায় ছবিটি বাংলাদেশ মুক্তির ক্ষেত্রে ঢাকার কোনও প্রতিষ্ঠানের তরফ থেকে প্রস্তাব পেলে তারা বিষয়টি বিবেচনা করবে বলে জানান সুবীর মণ্ডল।

এতে কলকাতার অভিনেতা গৌরব চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। এই চলচ্চিত্রের মধ্য দিয়েই টালিগঞ্জের চলচ্চিত্রে পা ফেলেছেন অপু।
চলচ্চিত্রে অপু বিশ্বাসকে কাস্টিংয়ের বিষয়ে সুবীর বলেন, “ওই চরিত্রটির জন্য নিটোল বাঙালি মুখ চেয়েছিলাম। নায়িকা মানেই জিরো ফিগার হতে হবে সেই ধারাটা ভাঙতে চেয়েছিলাম। বঙালি মেয়ের সনাতনী সৌন্দর্য অপুর মধ্যে আছে। সেটার জন্য অপুকে কাস্ট করা। অপু এই ছবিতে যথাযথ অভিনয় করেছে।”
গৌরব-অপু ছাড়াও এতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়; বাংলাদেশ থেকে আছেন অরিন, রেবেকা রউফ, গৌতম সাহা।
-
অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
-
গোল্ডেন গ্লোব’য়ে ইতিহাস গড়লেন পরিচালক ক্লোয়ি ঝাও
-
অনন্ত জলিলের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ‘হেনস্তা’
-
মুক্তিযুদ্ধ থেকে চর্চার মুক্তিতে আজম খান
-
দর্শকদের টিভি দেখার অভ্যাসটা থাকবেই: বান্নাহ
-
মোবাইল চলচ্চিত্র উৎসবে সেরা ফ্রান্সের ‘দ্য লস্ট পেন’
-
জন্মেছিলেন একজন আজম খান
-
নতুন ধারাবাহিক নিয়ে নাগরিক টিভি
সর্বাধিক পঠিত
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- টেস্টে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে রোহিত
- নিউ জিল্যান্ডে যেমন কাটছে মিরাজদের সময়
- সুইস ব্যাংকে কার কত টাকা, জানতে চায় হাই কোর্ট
- মিয়ানমারে বিক্ষোভ দমাতে গুলি, নিহত অন্তত ১৮
- জাতীয় দলের জন্য ‘প্রস্তুত নন’ নারাইন
- অব্যাহতি চেয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব খোকন