জুরাইনে চিরনিদ্রায় এটিএম শামসুজ্জামান
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2021 11:29 PM BdST Updated: 20 Feb 2021 11:29 PM BdST
রাজনৈতিক নেতা, দীর্ঘদিনের সহকর্মী-শুভাকাঙ্ক্ষীদের ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় রাজধানীর জুরাইন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন প্রবীণ অভিনেতা, চিত্রনাট্যকার এটিএম শামসুজ্জামান।
Related Stories
নারিন্দার পীর সাহেব বাড়ি জামে মসজিদে প্রথম ও সূত্রাপুর জামে মসজিদে আসরের পর দ্বিতীয় জানাজা শেষে বড় ছেলে কামরুজ্জামান কবীরের পাশে এটিএম শামসুজ্জামানকে সমাহিত করা হয়েছে।
৮০ বছর বয়সী এ অভিনেতা বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে শনিবার সকালে মারা যান।
চার শতাধিক চলচ্চিত্রের বহু খল ও কমেডি চরিত্রকে অমর করে যাওয়া এই অভিনেতাকে শেষবারের মতো দেখতে সকাল থেকেই তার সূত্রাপুরের বাসায় হাজির হয়েছিলেন সহশিল্পী-শুভাকাঙ্ক্ষীরা।

তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, “তিনি আমাদের চলচ্চিত্র অঙ্গনকে আজীবন সমৃদ্ধ করে গেছেন। তিনি একটি চরিত্রকে এমনভাবে ফুটিয়ে তুলে পারতেন সেটি অসাধারণ, সেটির সঙ্গে কোনও তুলনা হয় না।
“এর বাইরে তিনি আজীবন বঙ্গবন্ধুর আদর্শকে লালন করেছেন। জননেত্রী শেখ হাসিনার পক্ষে থেকে লড়াই সংগ্রাম করেছেন। তিনি মুক্তিযুদ্ধের সপক্ষে সবসময় সোচ্চার ছিলেন। মৌলবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে তার কণ্ঠ সবসময় সোচ্চার ছিল।”
তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে অভিনয়ের জোরেই নিজের নামটিকে একটি প্রতিষ্ঠানে পরিণত করতে পেরেছিলেন এটিএম শামসুজ্জামান। তবে তিনি ছিলেন একাধারে পরিচালক, চিত্রনাট্যকার, সংলাপকার ও গল্পকার। তার লেখা চিত্রনাট্যের সংখ্যা শতাধিক।
অভিনয়ের জন্য আজীবন সম্মাননার পাশাপাশি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এটিএম শামসুজ্জামান ২০১৫ সালে একুশে পদকে ভূষিত হন।
-
অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
-
গোল্ডেন গ্লোব’য়ে ইতিহাস গড়লেন পরিচালক ক্লোয়ি ঝাও
-
অনন্ত জলিলের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ‘হেনস্তা’
-
মুক্তিযুদ্ধ থেকে চর্চার মুক্তিতে আজম খান
-
দর্শকদের টিভি দেখার অভ্যাসটা থাকবেই: বান্নাহ
-
মোবাইল চলচ্চিত্র উৎসবে সেরা ফ্রান্সের ‘দ্য লস্ট পেন’
-
জন্মেছিলেন একজন আজম খান
-
নতুন ধারাবাহিক নিয়ে নাগরিক টিভি
সর্বাধিক পঠিত
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- টেস্টে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে রোহিত
- নিউ জিল্যান্ডে যেমন কাটছে মিরাজদের সময়
- সুইস ব্যাংকে কার কত টাকা, জানতে চায় হাই কোর্ট
- মিয়ানমারে বিক্ষোভ দমাতে গুলি, নিহত অন্তত ১৮
- জাতীয় দলের জন্য ‘প্রস্তুত নন’ নারাইন
- অব্যাহতি চেয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব খোকন