এটিএম শামসুজ্জামানকে যেমন দেখেছেন সহশিল্পীরা
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2021 04:33 PM BdST Updated: 20 Feb 2021 04:50 PM BdST
বাংলাদেশের চলচ্চিত্র ও টেলিভিশনের প্রবীণ অভিনেতা, চিত্রনাট্যকার এটিএম শামসুজ্জামানের প্রয়াণে তাকে ঘিরে স্মৃতিচারণ করলেন দীর্ঘদিনের সহশিল্পী, নির্মাতা ও অনুজপ্রতিম শিল্পীরা।
Related Stories
চার শতাধিক চলচ্চিত্রের বহু খল ও কমেডি চরিত্রকে অমর করে যাওয়া এই অভিনেতার মৃত্যুর খবরে শনিবার সকাল থেকেই তার সূত্রাপুরের বাসায় ভিড় করছেন সহশিল্পী ও শুভাকাঙ্ক্ষীরা।
শেষবারের মতো তাকে দেখতে এসে তার সঙ্গে বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করে আসা অভিনয়শিল্পী আনোয়ারা সাংবাদিকদের বলেন, “তিনি যেহেতু খল চরিত্রে অভিনয় করতেন, অনেকেই তাকে খারাপ মানুষ মনে করতেন। এটিএম শামসুজ্জামান মানুষ হিসেবে অনেক ভালো ছিলেন। আর অভিনেতা হিসেবে ছিলেন অসাধারণ।”
ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান এক ফেইসবুক স্ট্যাটাসে এ প্রবীণ অভিনেতাকে নিয়ে স্মৃতিচারণ করে লিখেছেন, চলচ্চিত্র অঙ্গনে প্রাজ্ঞজনদের একজন তিনি। তবে এতো সহজ মানুষ ছিলেন, যার সাথে সবকিছু অকপটে বলা যেত। সর্বদা সুপরামর্শ পেয়েছি এই গুণী মানুষটির কাছ থেকে। সবকিছু ছাপিয়ে এটিএম আঙ্কেল ছিলেন অত্যন্ত রসবোধ সম্পন্ন একজন মানুষ।
“শুধু সিনেমায় নয়, ব্যক্তিজীবনেও দারুণ হিউমার সম্পন্ন মানুষ ছিলেন তিনি। রঙের মানুষ, মুহূর্তেই আসর জমিয়ে দিতে পারতেন, কিন্তু একই সঙ্গে আবার অত্যন্ত ব্যক্তিত্ববান।”
দীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে অভিনয়ের জোরেই নিজের নামটিকে একটি প্রতিষ্ঠানে পরিণত করতে পেরেছিলেন এটিএম শামসুজ্জামান। তবে তিনি ছিলেন একাধারে পরিচালক, চিত্রনাট্যকার, সংলাপকার ও গল্পকার। তার লেখা চিত্রনাট্যের সংখ্যা শতাধিক।
অভিনয়ের জন্য আজীবন সম্মাননার পাশাপাশি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এটিএম শামসুজ্জামান ২০১৫ সালে একুশে পদকে ভূষিত হন।

“ডাবিংয়ে এসে ফুটেজ দেখে হাত ধরে আমাকে কত যে আবেগঘন কথা বললেন। যেদিন সিনেপ্লেক্সে প্রথম পুরো ছবিটা দেখেন তারপর থেকে আমাদের বন্ধুত্ব গাঢ় হয়ে যায়। মাঝে মধ্যেই আড্ডা হত, তর্ক হত, হত হাসাহাসি । মনেই হত না তার সাথে আমার বয়সের পার্থক্য আকাশ পাতাল। সব বয়সের মানুসের বন্ধু হয়ে যেতেন।”
এটিএম শামসুজ্জামানকে শেষবারের মতো দেখতে তার বাসায় ছুটে এসেছিলেন ছোটপর্দার অভিনেতা মীর সাব্বির।
তিনি সাংবাদিকদের বলেন, ‘নোয়াশাল’ নাটকে আমরা দীর্ঘ আট বছর কাজ করেছি। আমার সুযোগ হয়েছে তার সঙ্গে অভিনয় করার। তিনি আমার কাঁধে হাত রেখেছেন, আমার পরিচালনায় অভিনয় করেছেন। তাকে নিয়ে আমার কথা বলার যোগ্যতা নাই। সবাই তার জন্য দোয়া করবেন।”
আসরের পর জানাজা শেষে এটিএম শামসুজ্জামানকে জুরাইন কবরস্থানে তার বড় ছেলে কামরুজ্জামান কবীরের পাশে সমাহিত করা হবে সালেহ জামান।
-
অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
-
গোল্ডেন গ্লোব’য়ে ইতিহাস গড়লেন পরিচালক ক্লোয়ি ঝাও
-
অনন্ত জলিলের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ‘হেনস্তা’
-
মুক্তিযুদ্ধ থেকে চর্চার মুক্তিতে আজম খান
-
দর্শকদের টিভি দেখার অভ্যাসটা থাকবেই: বান্নাহ
-
মোবাইল চলচ্চিত্র উৎসবে সেরা ফ্রান্সের ‘দ্য লস্ট পেন’
-
জন্মেছিলেন একজন আজম খান
-
নতুন ধারাবাহিক নিয়ে নাগরিক টিভি
সর্বাধিক পঠিত
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- টেস্টে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে রোহিত
- নিউ জিল্যান্ডে যেমন কাটছে মিরাজদের সময়
- সুইস ব্যাংকে কার কত টাকা, জানতে চায় হাই কোর্ট
- মিয়ানমারে বিক্ষোভ দমাতে গুলি, নিহত অন্তত ১৮
- জাতীয় দলের জন্য ‘প্রস্তুত নন’ নারাইন
- অব্যাহতি চেয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব খোকন