‘লিডার’ শাকিবের সঙ্গী বুবলী
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Feb 2021 06:31 PM BdST Updated: 17 Feb 2021 06:32 PM BdST
-
ছবি: তানজিল আহমেদ জনি
দেশের শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে ‘লিডার, আমিই বাংলাদেশ’ শিরোনামে একটি চলচ্চিত্র নির্মাণ করছে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া।
শাকিব ও বুবলীর অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে প্রযোজনা প্রতিষ্ঠানটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে, ছবি নিয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার বিকালে রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল স্টুডিওতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে চলচ্চিত্রের প্রযোজক ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমানের সঙ্গে ছবির নায়ক শাকিব খান ও নায়িকা শবনম বুবলী উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আরটিভির (বেঙ্গল মাল্টিমিডিয়া) অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব।
আলোচিত এ জুটিকে নিয়ে তরুণ নির্মাতা তপু খান ছবিটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে এসেছে; নাটক নির্মাণ করে পরিচিত পাওয়া তপুর এটিই প্রথম কোনও চলচ্চিত্র।
২০ মার্চ থেকে ছবির দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে।
দীর্ঘদিনের বিরতি ভেঙে চিত্রনায়িকা শবনম বুবলী ‘চোখ’ শিরোনামে একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। এরপর শাকিব খানের সঙ্গে অভিনয়ের খবর এলো।
২০১৬ সালে শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিষেকের পর ক্যারিয়ারের বেশির ভাগ চলচ্চিত্রেই এ চিত্রনায়ককে সহশিল্পী হিসেবে পেয়েছেন বুবলী।
-
অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
-
গোল্ডেন গ্লোব’য়ে ইতিহাস গড়লেন পরিচালক ক্লোয়ি ঝাও
-
অনন্ত জলিলের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ‘হেনস্তা’
-
মুক্তিযুদ্ধ থেকে চর্চার মুক্তিতে আজম খান
-
দর্শকদের টিভি দেখার অভ্যাসটা থাকবেই: বান্নাহ
-
মোবাইল চলচ্চিত্র উৎসবে সেরা ফ্রান্সের ‘দ্য লস্ট পেন’
-
জন্মেছিলেন একজন আজম খান
-
নতুন ধারাবাহিক নিয়ে নাগরিক টিভি
সর্বাধিক পঠিত
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- টেস্টে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে রোহিত
- মিয়ানমারে বিক্ষোভ দমাতে গুলি, নিহত অন্তত ১৮
- নিউ জিল্যান্ডে যেমন কাটছে মিরাজদের সময়
- সুইস ব্যাংকে কার কত টাকা, জানতে চায় হাই কোর্ট
- ‘গ্রিজমানকে শাস্তি দেওয়া হয়নি’
- তানভিরের ১৩ উইকেটে ইনিংস ব্যবধানে জয়