সুরকার ও সংগীত পরিচালক আলী হোসেন মারা গেছেন।
Published : 17 Feb 2021, 02:03 PM
যুক্তরাষ্ট্রের বোস্টনের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় তার মৃত্যু হয়েছে বলে জানান সুরকার রিপন খান। আলী হোসেনের বয়স হয়েছিল ৮১ বছর।
রিপন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েক বছর ধরে তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। মাসখানেক আগে তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছেন আলী হোসেন। শারীরিক অবস্থার অবনতি হলে কয়েকদিন ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল তাকে।
“তার মতো সুরকারের চলে যাওয়াটা আমাদের সংগীত জগতের জন্য অপূরণীয় ক্ষতি।”
‘কতো যে তোমাকে বেসেছি ভালো’, ‘অশ্রু দিয়ে লেখা এ গান’, আরে ও আমার রানি ‘হলুদ বাঁটো মেহেন্দি বাঁটো’ সহ অসংখ্য জনপ্রিয় বাংলা গানে সুর বেঁধেছেন তিনি।
১৯৪০ সালের ২৩ মার্চ কুমিল্লায় তিনি জন্মগ্রহণ করেন আলী হোসেন। ১৯৬৬ সালে ‘ডাক বাবু’ চলচ্চিত্রের মধ্য দিয়ে সুরকার হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার। তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন শ্রোতাদের।
তিনি মিউজিক কম্পোজার্স সোসাইটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
বোস্টন সময় অনুযায়ী বুধবার আসরের পর আলী হোসেনের জানাজা হবে বলে জানান রিপন খান। তার মরদেহ দেশে আনা হবে কি না সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।