ন্যান্সির মামলায় আসিফের জামিন

কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির করা মানহানির মামলায় জামিন পেয়েছেন আসিফ আকবর।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2021, 02:08 PM
Updated : 14 Feb 2021, 02:22 PM

রোববার বেলা ১২টার দিকে ময়মনসিংহ অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আব্দুল হাই এই জামিনের আদেশ দেন।

আসিফের আইনজীবী রেজাউল করিম বলেন, কন্ঠশিল্পী আসিফ আকবর বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। 

আগামী ৮ এপ্রিল মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে বলেও তিনি জানান।

অ্যাডভোকেট রেজাউল করিম জানান, গত বছরের ১০ জুলাই ন্যান্সি ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় আসিফের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

জিডিতে ন্যান্সি অভিযোগ করেন, সংগীত পেশায় তার সফলতায় ঈর্ষান্বিত হয়ে আসিফ আকবর বিভিন্ন সময় ইউটিউব, রেডিও ও টিভি চ্যানেলে তার বিরুদ্ধে মানহানিকর, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছেন।

রেজাউল করিম জানান, ন্যান্সির অভিযোগ তদন্ত করে সত্যতা মেলায় পুলিশ পাওয়ায় ময়মনসিংহের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে প্রসিকিউশন দাখিল করে পুলিশ। 

“পরে ওই আদালত আনিফকে ১৪ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়।”

দণ্ডবিধির ৫০০ ধারায় বলা হয়েছে, কেউ কারও মানহানি করলে তাকে সর্বোচ্চ দুই বছর বিনাশ্রম কারাদণ্ড, বা জরিমানা, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবে।