নতুন পরিচয়ে হায়দার হোসেন
গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jan 2021 12:35 PM BdST Updated: 22 Jan 2021 12:35 PM BdST
গানকে সঙ্গী করেই নতুন যাত্রাপথে চলা শুরু করলেন “ফাইসা গেছি মাইনকা চিপায়’ খ্যাত সঙ্গীত শিল্পী হায়দার হোসেন।
এবং সেটি একটি ফুডকোর্ট।
বৃহস্পতিবার বিকেলে এক জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্র শুরু হয়ে গেল ঢাকা শহরের সুন্দর ফুডকোর্ট ‘ফ্লেভাস অন ফায়ার’-এর।
৩০০ ফুটে স্বদেশ প্রপার্টিজের ভেতরে এই ফুডকোর্টটি অবস্থিত। এ প্রসঙ্গে হায়দার হোসেন বলেন, ‘আমি গানের মানুষ। গানকে সঙ্গে নিয়ে এই ফুডকোর্টের ব্যবসাটি শুরু করতে যাচ্ছি । আমরা ফুডকোর্টটি নতুন করে সাজানোর চেষ্টা করেছি। এখানে আমরা রেখেছি মাল্টিপল কুজিন। অনেক ধরনের খাবারের সমারোহ থাকছে এখানে। কোনো দোকানের খাবারের সঙ্গে এখানের মিল নেই। এ ছাড়া আমরা চেষ্টা করেছি পারিবারিক একটি পরিবেশ তৈরি করতে। যেখানে পরিবারের সবাইকে নিয়ে সুন্দর পরিবেশে আড্ডা ও মজার মজার খাবার খেতে পারবে। এই ফুডকোর্টের লাইভ গান বাজনার আয়োজন। আমরা সুন্দর একটি স্টেজ তৈরি করেছি এখানে। যাতে গান পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পীরা।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম, অভিনেতা ফেরদৌস, কন্ঠশিল্পী হায়দার হোসেন, এস আই টুটুলসহ মিডিয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্ধোধনী অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধায় গান পরিবেশন করেন এস আই টুটুলসহ, দিনাত জাহান মুন্নী ও হায়দার হোসেন নিজে।
হায়দার হোসেন আরও বলেন, ‘এই বছর আমার নতুন কিছু গানের পরিকল্পনা আছে। গানটা আবারও পুরোদমে শুরু করব ভাবছি।”
-
পপ শিল্পী জানে আলম আর নেই
-
মা ও স্ত্রীর জন্যেই ‘রিস্ক’ নিতে পেরেছেন তরুণ উপস্থাপক কাজী সাবির
-
ত্রিমাত্রিক চলচ্চিত্র ‘অলাতচক্র’ মুক্তি পাচ্ছে ১৯ মার্চ
-
মা হচ্ছেন সোনালী চৌধুরী
-
শারীরিক অবস্থা ভালো নয়: সুমন
-
ছাড়পত্র পেল ‘চন্দ্রাবতী কথা’, মুক্তি ঈদের পর
-
বহুদিন পর জর্জ ক্লুনি ও জুলিয়া রবার্টস
-
অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
সর্বাধিক পঠিত
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- ইসিকে হেয় করতে সবই করছেন মাহবুব তালুকদার: সিইসি
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন গেইল
- আহমেদাবাদের উইকেট নিয়ে ‘কান্নাকাটিতে’ বিস্মিত রিচার্ডস
- টিভি সূচি (মঙ্গলবার, ০২ মার্চ ২০২১)