শুরু হচ্ছে সিসিমপুরের নতুন মৌসুম
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2021 11:44 PM BdST Updated: 19 Jan 2021 11:44 PM BdST
শিশুদের অনুষ্ঠান সিসিমপুরের নতুন মৌসুম শুরু হচ্ছে।
শুক্রবার থেকে বিটিভি, দুরন্ত টেলিভিশন এবং মাছরাঙা টেলিভিশনে সিসিমপুরের সিজন-১৩ প্রচার শুরু হবে।
প্রতি শুক্রবার দুরন্ত টিভিতে সকাল ৮টায়, মাছরাঙা টেলিভিশনে সকাল ৯টায় ও বিটিভিতে সকাল ১০টা ১০ মিনিটে প্রচারিত হবে সিসিমপুরের নতুন পর্বগুলো।
এবারের পর্বগুলোতে শিশুদের খেলার মাধ্যমে শেখাকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিসিমপুর।
সিসিমপুরের চরিত্র গ্রোভার ও রায়া খেলতে খেলতে শেখার নানা বিষয় নিয়ে হাজির হবে শিশুদের সামনে।
জনপ্রিয় চরিত্র ইকরি তার বন্ধুদেরকে বাংলা বর্ণমালা লিখতে শেখাবে। মজার এনিমেশন, স্যান্ডআর্র্ট ও গ্রাফিক্সের মাধ্যমে শিশুরা শিখবে বাংলা বর্ণ ও শব্দ।
পাশাপাশি সিজন-১৩ তে শিকুর ‘বলতে পারো’ ঢেলে সাজানো হয়েছে। এছাড়া নিয়মিত পর্ব স্বাস্থ্যকর অভ্যাস, পরিবেশের যত্ন, সামাজিক ও আবেগিক দক্ষতা বিষয়ক গল্প রয়েছে। থাকছে ৩ থেকে ৮ বছর বয়সি শিশুদের জন্য আরও অনেক নতুন বিষয়।
ভার্চুয়াল এক অনুষ্ঠানের মাধ্যমে সিসিমপুর সিজন-১৩ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মহিউদ্দিন আহমেদ, বিটিভি’র মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক অজয় কুমার কুণ্ডু, দুরন্ত টেলিভিশনের পরিচালক অভিজিৎ চৌধুরী, ইউএসএআইডি’র এডুকেশন টিম লিডার নিকোলাস ভিভিও, এশিয়াটিকের ভাইস চেয়ারম্যান সারা যাকের, সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম এবং সিসিমপুরের বন্ধু খুশি, ইকরি, শিকু, টুকটুকি, হালুম, রায়া ও গ্রোভার।
-
মা ও স্ত্রীর জন্যেই ‘রিস্ক’ নিতে পেরেছেন তরুণ উপস্থাপক কাজী সাবির
-
ত্রিমাত্রিক চলচ্চিত্র ‘অলাতচক্র’ মুক্তি পাচ্ছে ১৯ মার্চ
-
মা হচ্ছেন সোনালী চৌধুরী
-
শারীরিক অবস্থা ভালো নয়: সুমন
-
ছাড়পত্র পেল ‘চন্দ্রাবতী কথা’, মুক্তি ঈদের পর
-
বহুদিন পর জর্জ ক্লুনি ও জুলিয়া রবার্টস
-
অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
-
গোল্ডেন গ্লোব’য়ে ইতিহাস গড়লেন পরিচালক ক্লোয়ি ঝাও
সর্বাধিক পঠিত
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- ইসিকে হেয় করতে সবই করছেন মাহবুব তালুকদার: সিইসি
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন গেইল
- টিভি সূচি (মঙ্গলবার, ০২ মার্চ ২০২১)
- আহমেদাবাদের উইকেট নিয়ে ‘কান্নাকাটিতে’ বিস্মিত রিচার্ডস