আনুশকা-কোহলি’র কন্যা সন্তান
গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jan 2021 02:31 PM BdST Updated: 12 Jan 2021 02:34 PM BdST
-
ছবি: ইন্সটাগ্রাম থেকে।
-
ছবি: ইন্সটাগ্রাম থেকে।
কন্যা সন্তানের জনক-জননী হলেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি।
খেলা ও বিনোদন জগতের আলোচিত জুটি আনুশকা শর্মা ও বিরাট কোহলি’র সংসারে এল নতুন অতিথি। ১১ জানুয়ারি মধ্যাহ্নের পর মুম্বাইয়ের ‘ব্রিচ ক্যান্ডি হসপিটাল’য়ে তাদের কন্যা সন্তান জন্ম নেয়।
আর সেই আনন্দ ছড়িয়ে দিতে কোহালি আশ্রয় নেন টুইটারের।
তিনি লেখেন, “খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি আজ বিকালে আমরা কন্যা সন্তানের আর্শীবাদে তুষ্ট হয়েছি। সকলের ভালোবাসা, প্রার্থণা ও শুভ কামনার জন্য অসংখ্য ধন্যবাদ। মা ও শিশু দুজনেই ভালো আছে। আমাদের জীবনের এই নতুন অধ্যায়ের শুরু হওয়াতে সৌভাগ্যবান বোধ করছি। আশা করি এই সময়ে আপনার আমাদের ব্যক্তিগত সময়কে সম্মান দেবেন।”

ছবি: ইন্সটাগ্রাম থেকে।
আর সে কারণেই হয়ত বিরাট কোহলির বড় ভাই বিকাশ কোহলি কম্বলে জড়ানো শিশুর ছোট্ট দুটি পা’য়ের ছবি টুইটারে পোস্ট করে লেখেন,
“হ্যাপিনেস ওভারবোর্ড...অ্যাঞ্জেল ইন দি হাউজ।”
আনুশকা শর্মা ও বিরাট কোহলি গাঁটছড়া বাঁধেন ২০১৭ সালের ডিসেম্বর মাসে। ২০২০ সালের অগাস্ট মাসে তারা বাবা-মা হতে যাওয়ার ঘোষণা দেন।
২০১৮ সালে আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ ছবির পর আর কোনো চলচ্চিত্রে আনুশকা শর্মাকে দেখা যায়নি। এরপর তিনি নিজের প্রোডাকশ নিয়ে ব্যস্ত হয়ে যান। যেগুলোর মধ্যে রয়েছে নেটফ্লিক্সের ‘বুলবুল’ ও অ্যামাজন প্রাইম ভিডিওর ধারাবাহিক ‘পাতাল লোক’।
-
জেমস বন্ডের ছবি মুক্তি আবারও পেছালো
-
‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ গণ্ডি
-
নতুন পরিচয়ে হায়দার হোসেন
-
বাংলা ভাষাকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়েছেন সত্যজিৎ রায়: শর্মিলা ঠাকুর
-
চট্টগ্রামের ইতিহাস, সংস্কৃতি নিয়ে বিটিভির অনুষ্ঠান
-
আশরাফ শিশিরের চিত্রনাট্যে কলকাতার চলচ্চিত্র
-
বাংলাদেশি গীতিকারের গানে কলকাতার লগ্নজিতা
-
শুনতে কি চাও অঞ্জন দত্তের গান?
সর্বাধিক পঠিত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
- অভিষেকে ছক্কার ঝড়ে গুরবাজের বিশ্ব রেকর্ড
- ঘাম ঝরানো জয়ে শেষ ষোলোয় বার্সেলোনা
- সুপার লিগে খেললে নিষিদ্ধ বিশ্বকাপে: ফিফা
- ‘খুবই উদার চিঠি লিখেছেন ট্রাম্প’, বললেন বাইডেন
- বাংলাদেশে সানোফির ব্যবসা কিনে নিচ্ছে বেক্সিমকো
- ৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
- ‘ভেতরের দিকে সুইং মুস্তাফিজ আরও দেখাবে’
- দেড়শর নিচে শেষ ওয়েস্ট ইন্ডিজ
- গুরবাজের সেঞ্চুরি, রশিদ-ঝড়ে জিতল আফগানিস্তান