হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ফোয়াদ নাসের বাবু

ফিডব্যাকের প্রতিষ্ঠাতা সদস্য ফোয়াদ নাসের বাবু হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2021, 07:19 AM
Updated : 9 Jan 2021, 01:20 PM

তাকে শুক্রবার রাত সাড়ে ১২টায় ভর্তির পর করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে বলে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে জানান, তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। শারীরিক পরিস্থিতি বিবেচনায় মধ্যরাতে তার হৃদযন্ত্রে ‘রিং’ বসানো হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

হাসপাতালেল প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ ডা. খন্দকার কামরুল ইসলামের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। বাবুকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

এর আগে সন্ধ্যায় অসুস্থবোধ করলে প্রথমে তাকে রামপুরার একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে সেখান থেকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ফিডব্যাকের প্রতিষ্ঠাতা সদস্য ও কি-বোর্ড বাদক ফোয়াদ নাসের বাবু ব্যান্ডের পাশাপাশি চলচ্চিত্র ও টিভি নাটকে কয়েক দশক ধরে নিয়মিত সংগীত পরিচালনা করছেন।