ঢাকার ইতিহাস নিয়ে ‘জিন্দাবাহার’

বাংলাদেশ টেলিভিশনের জন্য অভিনেতা ও নির্দেশক মামুনুর রশীদের রচনায় ‘জিন্দাবাহার’ শিরোনামে দীর্ঘ ধারাবাহিক পরিটালনা করছেন ফজলে আজিম জুয়েল।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2021, 10:00 AM
Updated : 7 Jan 2021, 10:00 AM

আড়াইশো বছর আগে ঢাকা নিয়ে তৈরি করা হয়েছে এর চিত্রনাট্য।

ইতোমধ্যে প্রথম লটের দৃশ্যধারন সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই বিটিভিতে প্রচার শুরু হবে।

ফজলে আজিম জুয়েল বলেন, “অষ্টাদশ শতাব্দীর ঢাকা নিয়ে এ দেশের টেলিভিশন কেন্দ্রে তেমন কোনো কাজ হয়নি। ঐ সময়ের ঘটনাপ্রবাহ আমাদের অজানা। সেইসব অজানা চরিত্র নায়েবে নাজিম, নগর কোতোয়াল, কুঠি প্রধান, ক্যাপ্টেন, আর্মেনিয়ান, বৃটিশ, ফরাসি, পর্তুগীজ, ডাচ, কাশ্মীর, দিল্লী থেকে আগত আমির-ওমরাদের বংশধর, মসলিন প্রস্তুতকারী, ঢাকার সর্দার, ব্যবসায়ী এইসব চরিত্রকে নিয়ে নির্মিত হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘জিন্দাবাহার’।

“আমরা মূলত এই নাটকে দেখাতে চাই, দিল্লী থেকে কীভাবে ঢাকার শাসনকার্য পরিচালিত হতো। এমন গল্পে বাংলাদেশে আগে কখনো নাটক নির্মিত হয়নি। আড়াইশো বছর আগে ঢাকা কেমন ছিল, এ ধারাবাহিকটির মাধ্যমে দর্শকরা তা জানতে পারবেন।”

এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম, আহমেদ রুবেল, অনন্ত হীরা, শতাব্দী ওয়াদুদ, শাহ আলম দুলাল, সমু চৌধুরী, শামীম ভিস্তি, শ্যামল জাকারিয়া, আলিফ চৌধুরী, সাদমান প্রত্যয়, রোজী সিদ্দিকী, নাজনীন চুমকি, শর্মীমালা, নাইরুজ সিফাত, নিকিতা নন্দিনীসহ আরো অনেকে।