সাইফ-কারিনার নতুন বাসায় নতুন সজ্জা
গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jan 2021 09:00 PM BdST Updated: 04 Jan 2021 09:00 PM BdST
-
ছবি: ইন্সটাগ্রাম থেকে।
-
ছবি: ইন্সটাগ্রাম থেকে।
গত বছর থেকেই নতুন অ্যাপার্টমেন্ট সাজানোর কাজ নিয়ে ব্যস্ত আছেন সাইফ-কারিনা।
বলিউডের সত্যিকারের জুটি সাইফ-কারিনার ঘরে আসছে নতুন জীবন। তার জন্যই হোক আর নিজেদের জন্যই হোক- মুম্বাইয়ে তাদের নতুন অ্যাপার্টমেন্টের অন্দরসজ্জাটাও তাই নতুনভাবে করছেন তারা।
আর সেই কাজের একটা ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে জানিয়েও দিলেন গত মঙ্গলবার।
ছবির সূত্র ধরে টাইমস অফ ইন্ডিয়ার বর্ণনা অনুযায়ী, কারিনা কাপুরের ইন্সটাগ্রামের সেই ছবিতে দেখা যায়, অ্যাপার্টমেন্টের ভেতর তিনি ইন্টেরিয়র ডিজাইনার-সহ তাকিয়ে আছেন ছাদে ঝোলানো ঝাড়বাতির দিকে। কারিনা কি যেন বোঝাচ্ছেন। আর পেছনে দৃশ্যমান সুদৃশ্য বইয়ের সেলফ।
পোস্টে তিনি লেখেন, “ব্যাক উইথ আওয়ার ফেইভারিট ডিজাইন-বাই-দর্শিনী। ড্রিম হোম।”
ছবিতে কারিনা কাপুরকে একটা লম্বা টপস পরে থাকতে দেখা গেছে, যাতে উজ্জ্বলভাবে ফুটে উঠেছে তার মা হওয়ার শারীরিক পরিবর্তন।

ছবি: ইন্সটাগ্রাম থেকে।
বলেছিলেন, “আমাদের নতুন বাড়ির সাজ নতুন করে সংস্কার করা হচ্ছে। তাই দমবন্ধ লাগছে বলে আমি বাসা থেকে বের হইনি। কাজ কেমন এগোচ্ছে সেটা দেখতেই বের হতে হয়েছে আমাকে।”
কারিনা কাপুর এমনিতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট সরব। ভক্তদের নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন নিজের, সাইফ আলি খান ও ছেলে তৈমুরের সঙ্গে সেলফি পোস্ট করে।
কাজের দিক থেকেও বসে ছিলেন না বলিউডের এই নায়িকা। ‘নিউ নরমাল’ মানিয়ে নিয়ে আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ছবির কাজ শেষ করেছেন। এছাড়া করন জোহারের ‘তাখত’ ছবিতেও দেখা যাবে তাকে।
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮ জনের মৃত্যু
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল