‘ওয়ান্ডার উইম্যান’য়ের তৃতীয় কিস্তি
গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jan 2021 02:14 PM BdST Updated: 03 Jan 2021 02:14 PM BdST
‘ওয়ান্ডার উইম্যান ১৯৮৪’র সাফল্য দেখে ছবির তৃতীয় পর্ব তৈরি করার ঘোষণা দিল ওয়ার্নার ব্রস।
পরিচালক প্যাটি জেনকিন্স ও অভিনেত্রী গাল গাদোত আবারও জুটি বাঁধতে চলেছেন তাদের সুপারহিরো ছবি ওয়ান্ডার উইম্যান নিয়ে।
ডিসেম্বরে ক্রিস্টমাস উপলক্ষ্যে একই সঙ্গে সিনেমা হল ও স্ট্রিমিং মিডিয়া এইচবিও ম্যাক্সে মুক্তি দেওয়া হয় ‘ওয়ান্ডার উইম্যান ১৯৮৪’ ছবিটি।
প্রযোজনা প্রতিষ্ঠানের বরাত দিয়ে রয়টার্স জানায়, বিশ্বব্যাপি ছবিটি মুক্তি পাওয়ার প্রথম সপ্তাহে আয় করে ৩ কোটি ৬১ লক্ষ মার্কিন ডলার। পাশাপাশি এইচবিও ম্যাক্সের দর্শক-সংখ্যাও বাড়িয়ে দেয় বহুগুন।
যুক্তরাষ্ট্র ও কানাডার সিনেমা হলের হিসেবে ছবিটি আয় করে প্রায় ১ কোটি ৬৭ লক্ষ মার্কিন ডলার। যা মহামারীর সময়ে মু্ক্তি প্রাপ্ত সিনেমা হিসেবে সর্বোচ্চ উপার্জন।
আর এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রসের প্রধান টোবি এমেরিক এক বিবৃতিতে ‘ওয়ান্ডার উইম্যান’ ছবির তৃতীয় কিস্তির ঘোষণা দেন।
যথারীতি এই ছবির হাল ধরবেন পরিচালক প্যাটি জেনকিন্স। আর ডায়ানা প্রিন্স ওরফে ওয়ান্ডার উইম্যান চরিত্রে দেখা যাবে গাল গাদোতকে।
বিবৃতিতে এমেরিক বলেন, “বিশ্বব্যাপি ভক্তদের সাড়া দেখে আমরা সত্যি উদ্দীপ্ত। যে কারণে সিদ্ধান্ত নিয়েছি আমাদের দুই সুপারহিরো প্যাটি ও গাল-কে নিয়ে আবারও ছবি করবো।”
তবে তৃতীয় কিস্তি হতে পারে এই ধারাবাহিক সুপারহিরো ছবির শেষ অধ্যায়।
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮ জনের মৃত্যু
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল