‘কমান্ডো’ চলচ্চিত্রের টিজার সরিয়ে নেওয়া হল
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Dec 2020 10:40 PM BdST Updated: 29 Dec 2020 10:40 PM BdST
শাপলা মিডিয়ার প্রযোজনায় নির্মিত ও কলকাতার অভিনেতা দেব অভিনীত ‘কমান্ডো’ চলচ্চিত্রের টিজার প্রকাশের দুই দিনের মাথায় তা সরিয়ে নিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান।
টিজারটি দেখে ‘দেশের ধর্মপ্রাণ মুসলিমরা কষ্ট পাওয়ায়’ তা সরিয়ে নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন শামীম আহমেদ রনি।
তিনি বলেন, “আমি বা আমার প্রযোজকও মুসলিম। ইসলামের জন্য অবমাননা করা হয় এমন কিছু আমরা কখনোই করিনি, করবোও না। তবুও ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে অনিচ্ছা সত্ত্বেও আঘাত করায় আমি, আমার টিম দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাইছি।”
দেব এন্টারটেইনমেন্টের ইউটিউব থেকে টিজারটি সরিয়ে তা সম্পাদনা করে আবারও প্রকাশ করা হবে বলে জানান রনি।
এর আগে টিজার প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বিরুদ্ধে ‘ইসলাম অবমাননার’ অভিযোগ তুলেছেন কেউ কেউ; তার প্রেক্ষিতেই প্রযোজনা সংস্থা টিজারে পরিবর্তন আনতে আপাতত তা সরিয়ে নিয়েছে।
‘কমান্ডো’ চলচ্চিত্রটির কলকাতা পর্বের শুটিং শেষ করেছেন নায়ক দেব। এবার বাংলাদেশে শুটিং-এ আসছেন ১৪ জানুয়ারি। টানা ১০ দিন শুটিং করবেন তিনি। এই প্রথম বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন বাংলাদেশ ও পশ্চিম বাংলার জনপ্রিয় অভিনেতা দেব।
‘কমান্ডো’ চলচ্চিত্রে দেবের বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের জাহারা মিতু। এ চলচ্চিত্রে কলকাতার বেশকিছু শিল্পীও কাজ করছেন। আরও আছেন বাংলাদেশের মাজনুন মিজান, ফজুলুর রহমান বাবু এবং শিবা শানুসহ আরও অনেকে।
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮ জনের মৃত্যু
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল