জিনাত বরকতুল্লাহ লাইফ সাপোর্টে
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Dec 2020 10:02 PM BdST Updated: 29 Dec 2020 10:06 PM BdST
-
জিনাত বরকতুল্লাহ; ফেইসবুক থেকে নেওয়া ছবি
-
মেয়ে বিজরী বরকতুল্লাহর সঙ্গে জিনাত বরকতুল্লাহ
সপ্তাহখানেক ধরে হাসপাতালে চিকিৎসাধীন নৃত্যশিল্পী-অভিনেত্রী জিনাত বরকতুল্লাহকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
তার মেয়ে অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ মঙ্গলবার সন্ধ্যায় এক ফেইসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
তিনি লিখেছেন, “আমার মাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। সবার প্রতি অনুরোধ, দোয়া করবেন তার জন্য।”
গত ২২ ডিসেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় জিনাত বরকতুল্লাহকে রাজধানীর আরেকটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মেয়ে বিজরী বরকতুল্লাহর সঙ্গে জিনাত বরকতুল্লাহ
জিনাত বরকতুল্লাহর অসুস্থতা সম্পর্কে জানতে চাইলে বিজরী বরকতুল্লাহর স্বামী অভিনেতা ইন্তেখাব দিনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি নিউমোনিয়ায় ভুগছেন।
স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ধারায় নৃত্য চর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জিনাত বরকতুল্লাহ।
নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান জানান, জিনাত বরকতুল্লার নৃত্যযাত্রা শুরু হয় সত্তরের দশক থেকে। তার নৃত্য শিক্ষার শুরু চার বছর বয়সে। নৃত্যগুরু জি এ মান্নানের কাছে প্রথম শিক্ষা। ঢাকায় তিনি বুলবুল ললিতকলা কেন্দ্র-বাফায় নাচ শিখেছেন।
ভরতনাট্যম, কত্থক, মণিপুরী- উপমহাদেশের শাস্ত্রীয় নৃত্যের তিন ধারায় তালিম নিলেও জিনাত বরকতুল্লাহ পরে লোকনৃত্যকেই তার জীবনের পাথেয় করে নেন। দুই মেয়ে বিজরী বরকতু্ল্লাহ ও কাজরী বরকতুল্লাহ তখন বেশ ছোট ছিলেন বলে শাস্ত্রীয় নৃত্যে সময় দেওয়া তার পক্ষে সম্ভব ছিল না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে জিনাত বরকতুল্লাহ যোগ দেন বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টস একাডেমিতে। পরে তিনি শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা বিভাগের অন্তর্ভুক্ত প্রডাকশন বিভাগের পরিচালক হিসেবে যোগ দেন। সেখানে তিনি ২৭ বছর কর্মরত ছিলেন।
নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ আইসিইউতে
১৯৮০ সালে জিনাত বরকতুল্লাহ বিটিভির নাটক ‘মারিয়া আমার মারিয়া’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন। সে নাটকে তিনি স্কার্ট ও ট্রাউজার পরে পর্দায় হাজির হয়েছিলেন বলে রক্ষণশীল সমাজে সমালোচনার ঝড় ওঠে।
পরে তিনি আলোচিত ধারাবাহিক ‘ঘরে বাইরে’, ‘অস্থায়ী নিবাস’, ‘বড় বাড়ি’, ‘কথা বলা ময়না’সহ বেশ কয়েকটি টিভি নাটকে অভিনয় করেন।
জিনাত বরকতুল্লাহ নৃত্যশিল্পে অবদানের জন্য ২০১৮ সালে শিল্পকলা একাডেমি পদক পেয়েছেন।
গুণী এই নৃত্যশিল্পী বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, নৃত্যাঞ্চল ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপদেষ্টা পরিষদের সদস্য।
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮ জনের মৃত্যু
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল