‘নবাব এলএলবি’ চলচ্চিত্রের পরিচালক ও এক অভিনেতা গ্রেপ্তার

পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রের পরিচালক অনন্য মামুন এবং অভিনেতা শাহীন মৃধাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2020, 08:21 PM
Updated : 25 Dec 2020, 08:21 PM

এই নির্মাতা ও অভিনেতার বিরুদ্ধে চলচ্চিত্রটিতে পুলিশের ভূমিকাকে ‘হেয় করে উপস্থাপনের’ অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তারের পর শুক্রবার আদালতে হাজির করা হয়েছিল। এখন তারা কারাগারে আছেন বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুবুর রহমান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতে সোপর্দ করা হয়। সেখান থেকে তাদের কারাগারে পাঠানো হয়।”

এই নির্মাতা ও অভিনেতার বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে রমনা থানায় দায়ের করা মামলায় বলা হয়, ‘নবাব এলএলবি’ নামের ওই চলচ্চিত্রে ধর্ষণের শিকার এক নারী বিচারের আশায় থানায় গেলে কর্তব্যরত কর্মকর্তা (অভিনেতা শাহীন মৃধা) তাকে (ভিকটিম) অরুচিকর, বিকৃত প্রশ্ন করেন, যাতে পুলিশকে অত্যন্ত খাটো করে দেখানো হয়েছে। এতে পুলিশের সুনাম ক্ষুণ্ন হয়েছে।

পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের পরিদর্শক মো. নসিরুল আমিন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।