অভিনেতা আবদুল কাদের ক্যানসারে আক্রান্ত

অভিনেতা আবদুল কাদের ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের এক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2020, 03:15 PM
Updated : 16 Dec 2020, 03:16 PM

ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় এ অভিনেতার ক্যানসার শনাক্ত হয়েছে বলে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম জানান।

কয়েক মাস ধরে অসুস্থ থাকায় আব্দুল কাদেরকে সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা থাকলেও ভিসা জটিলতায় তা আটকে যায়। পরে ৮ ডিসেম্বর তাকে চেন্নাইয়ের ভেলোরে নেওয়া হয়েছে।

এ অভিনেতার শারীরিক অবস্থার অবনতি ঘটছে বলে জানান নাসিম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার রক্তের হিমোগ্লোবিন কমে যাচ্ছে। শারীরিকভাবে খুব দুর্বল হওয়ায় আইসিইউতে নেওয়ার ঝুঁকি নেননি চিকিৎসকরা। পরিস্থিতি একটু উন্নতি ঘটলেই দেশে এনে চিকিৎসা করানো হবে তার। তার জন্য সবার কাছে দোয়া চাইছি।”

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পান তিনি।

‘নক্ষত্রের রাত’ নাটকে দুলাভাইয়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন আবদুল কাদের। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তে নিয়মিত কাজ করছেন এ অভিনেতা।