এবার দূর মহাকাশের যুদ্ধ নিয়ে প্যাটি জেনকিন্স

প্যাটি জেনকিন্স হলেন ‘স্টার ওয়ার্স’ ফিল্ম সিরিজের প্রথম নারী পরিচালক।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2020, 03:08 PM
Updated : 14 Dec 2020, 03:08 PM

‘ওয়ান্ডার উইম্যান’ সিরিজ শেষে এবার বহু দূরের ছায়াপথের যুদ্ধের ছবি নিয়ে কাজ করতে চলেছেন পরিচালক প্যাটি জেনকিন্স।

মার্কিন চলচ্চিত্র নির্মাতা জর্জ লুকাসের সৃষ্টি ‘স্টার ওয়ার্স’য়ের বহু পর্ব নির্মিত হয়েছে। এবার নতুন পর্বের কাজের ঘোষণা দিয়েছেন লুকাস-ফিল্ম’য়ের সভাপতি ক্যাথলিন কেনেডি।

তার ভাষ্য অনুসারে রয়টার্স জানায়, নতুন পর্বের নাম ঠিক করা হয়েছে ‘রৌগ স্কোয়াড্রন’। আর এটি পরিচালনা করবেন প্যাটি জেনকিন্স। ছবির চিত্রনাট্য তৈরিতে ব্যস্ত আছেন ‘থর: র‌্যাগনারক’ খ্যাত পরিচালক টাইকা ওয়াইটিটি।

এই ঘোষণার পর জেনকিন্স টুইটারে এক ভিডিও পোস্ট করে বলেন, “আমার বাবা ছিলেন একজন ফাইটার পাইলট। আমি সেই অনুপ্রেরণা নিয়েই ছবিটি তৈরি করবো।”

তার ইচ্ছা, এটা এমন ভাবে তৈরি করবেন যা হবে এখন পর্যন্ত ‘সেরা ফাইটার পাইলট’ নির্ভর ছবি।

২০২৩ সালের ক্রিস্টমাসের সময় ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে।