করোনাভাইরাসে আক্রান্ত বরুন ধেওয়ান, নীতু সিং এবং রাজ মেহতা
গ্লিটজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Dec 2020 08:03 PM BdST Updated: 04 Dec 2020 08:03 PM BdST
সিনেমার শুটিং করতে গিয়েই করোনাভাইরাসে আক্রান্ত হলেন বরুনে ধেওয়ান, নীতু সিং এবং পরিচালক রাজ মেহতা- এমনটাই আশঙ্কা করছেন সবাই।
বলিউডে শুটিং স্পট এবং সেট আবার রমরমা হয়েছে বেশ কয়েকদিন হলো। সেটে ফিরেছেন অভিনয় শিল্পীরা।
রাজ মেহতাও তার নতুন চলচ্চিত্র ‘যুগ যুগ জিও’র শুটিং শুরু করেন।
সিনেমাটির বিভিন্ন চরিত্রে আছেন অনিল কাপুর, বরুন ধেওয়ান, নীতু সিং, কিউরা আদভানিসহ প্রমুখ।
সম্প্রতি নীতু, বরুন এবং রাজ- তিনজনেরই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন সিনেমাটির কর্তৃপক্ষ।
এর আগে, অনিল কাপুরও করোনভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে খবরে প্রকাশিত হয়। অতিসম্প্রতি অনিল করোনাভাইরাস থেকে মুক্তি পেয়েছেন। নেগেটিভ ফলাফলে এসেছে তার স্বস্তি।
তবে বাকী তিনজনেরই আক্রান্ত হওয়ার খবরে বন্ধ করা হয়েছে ছবিটির শুটিং। সুস্থতা নিশ্চিত করেই ফের শুটিং -এ ফিরবেন ছবিটির কলাকুশলীরা, জানান সিনেমাটির সংশ্লিষ্টরা।
সর্বাধিক পঠিত
- এইচএসসির ফল প্রকাশ, সনদ বিতরণের ক্ষমতা পেল সব শিক্ষাবোর্ড
- প্রথম ফোনালাপেই পুতিনকে ‘সতর্ক’ করলেন বাইডেন
- কোভিড-১৯: নার্স রুনুর জয়বাংলা ধ্বনিতে বাংলাদেশে টিকাযজ্ঞ শুরু
- রেকর্ড গড়া স্টার্লিংকে ছাপিয়ে নায়ক রশিদ
- অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে চমক তানভির, টেস্টে স্টেকেটি
- ‘মেসি না খেললেই বার্সা জেতে’
- গোল উৎসব করে শীর্ষে ম্যানচেস্টার সিটি
- কোভিড-১৯: দেশে ২৪ ঘণ্টায় সুস্থের চেয়ে আক্রান্ত বেশি
- মিনিকেট চাল: এক ফাঁকির নাম
- মাহমুদউল্লাহর গাড়ি ‘চলছে, চলুক’