ক্রিস্টোফার নোলানের ভারতীয় সিনেমার প্রতি ভালোবাসা

পরিচালক ক্রিস্টোফার নোলান বলিউডের প্রতি প্রেমের কারণ গান, অ্যাকশন আর নাটকীয়তার মিশ্রণ।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2020, 01:24 PM
Updated : 4 Dec 2020, 01:24 PM

মাথা ঘুরিয়ে দেওয়ার মতো চলচ্চিত্র নির্মাণে যিনি পটু সেই পরিচালক ক্রিস্টোফার নোলানের ভারতীয় সিনেমার ভক্ত হয়েছেন শুধু মাত্র এর নাটকীয়তা, গান আর অ্যাকশনের কারণে।

নিউজ১৮ ডটকম’কে দেওয়া এক সাক্ষাৎকারে নোলান বলেন, “ভারতীয় ছবি খুবই অনুভূতি প্রবণ, হলিউড সেই রস বেশ খানিকটাই হারিয়েছে।”

অস্কার জয়ী এই পরিচালকের নতুন ছবি ‘টেনেট’ মুক্তি পেয়েছে বাংলাদেশ ভারত-সহ বিশ্বব্যাপি। আর এই মহামারীর সময়ে বড় বাজেটের ছবি মুক্তির মধ্যে এটাই প্রথম।

‘টেনেট’ ছবির বেশ কয়েকটি অংশের দৃশ্য ধারণ করা হয়েছে ভারতে। এরমধ্যে রয়েছে কোলাবা কজওয়ে, কোলাবা মার্কেট, ব্রিচ ক্যান্ডি হাসপাতাল, গ্র্যান্ট রোড, গেটওয়ে অব ইন্ডিয়া, রয়্যাল বম্বে ইয়ট ক্লাব, তাজমহল প্যালেস হোটেল।

আর এই ছবিতে ভারতীয় কিংবদন্তী অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া অভিনয় করে প্রথমবারের মতো হলিউডের ছবিতে নাম লেখালেন।

নোলান এই বিষয়ে নিজে টুইট করে বলেন, “বিশাল পরিসরে আইম্যাক্স হিসেবে ধারণকৃত এই ছবির শুটিং পৃথিবীর বিভিন্ন অংশে করা হয়েছে। এরমধ্যে আছে মুম্বাই। আর সেখানে ডিম্পল কাপাডিয়ার সঙ্গে কাজ করাটাও ছিল দারুণ ব্যাপার।”

নোলানের ভারত প্রীতি নতুন নয়। ২০১২ সালে ‘দি ডার্ক নাইট রাইজেস’ ছবির কিছু অংশের শুটিং করেন যোধপুরে।

‘দ্য ডার্কনাইট ট্রিলজি’, ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’, ‘দ্য প্রেসটিজ’, ‘মেমেন্টো’ ছবির পর ‘টেনেট’ ছবির বিষয়বস্তু আবারও দর্শকদের মাথা ঘোরাবে। কারণ ‘টাইম ট্রাভল’ নির্ভর ছবির জগতে নতুন মাত্রা যোগ করেছে এই ছবির কাহিনি। যা হয়ত আগে কেউ সেভাবে ভাবেনি।