তৌসিফ মাহবুবের করোনাভাইরাস ‘নেগেটিভ’
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2020 06:38 PM BdST Updated: 02 Dec 2020 06:38 PM BdST
-
ছবি: ফেইসবুক থেকে নেওয়া।
করোনাভাইরাসে আক্রান্ত স্ত্রীর সেবা করতে গিয়ে নিজেও সংক্রমিত হওয়ার ‘আশঙ্কা’ করলেও তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে বলে জানালেন ছোটপর্দার অভিনেতা তৌসিফ মাহবুব।
তার স্ত্রী জারা মাহবুব করোনাভাইরাসে আক্রান্ত হলে নয় দিন ধরে তার সেবা করেছেন তৌসিফ; সেখান থেকে তিনিও সংক্রমিত হয়েছেন-এমন আশঙ্কায় বুধবার এক ফেইসবুক স্ট্যাটাসে এ অভিনেতা জানান, স্ত্রীর সঙ্গে তিনিও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তার ফেইসবুক স্ট্যাটাস ধরে বিভিন্ন গণমাধ্যমে তার আক্রান্ত হওয়ার খবর এলেও তৌসিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার সন্ধ্যায় বলেন, “স্ত্রী পাশে থেকে আমিও আক্রান্ত হয়েছি এমন ধারণা থেকে স্ট্যাটাসটি দিয়েছিলাম। কিন্তু আমার সঙ্গে কথা না বলে অনেকে বিষয়টি নিয়ে সংবাদ করায় বিভ্রান্তির তৈরি হয়েছে।”
“ঘণ্টা খানেক আগে আমার নমুনা পরীক্ষার রিপোর্ট পেয়েছি; করোনাভাইরাস রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে।”
এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ‘বিফলে মূল্য ফেরত’ শিরোনামে একটি নাটকের দৃশ্যধারণে তিনি অংশ নিয়েছেন বলে আলোচনা-সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এ বিষয়ে তৌসিফ বলেন, “কারওয়ান বাজার রেললাইনে আমি একা শুটিং করেছি; কোনও সহশিল্পী ছিল না। বিকালে শুটিং শুরু করে সন্ধ্যার মধ্যেই শেষ করেছি।
“স্ত্রী আক্রান্ত হওয়ার পর নয় দিনের মতো আমি বাসায় ছিলাম, কোনও ধরনের শুটিং করিনি। কাল ছাড়া ডিসেম্বরে আমার শিডিউলও ছিল না। সঙ্গত কারণে শুটিংয়ে অংশ নিতে হয়েছে আমাকে।”
শুটিংয়ের মাঝেই স্ত্রীর শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে বাসায় ফিরেছেন বলে জানান এ অভিনেতা; তার স্ত্রীর অবস্থা এখন আগের তুলনায় উন্নতি ঘটেছে।
-
নতুন পরিচয়ে হায়দার হোসেন
-
বাংলা ভাষাকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়েছেন সত্যজিৎ রায়: শর্মিলা ঠাকুর
-
চট্টগ্রামের ইতিহাস, সংস্কৃতি নিয়ে বিটিভির অনুষ্ঠান
-
আশরাফ শিশিরের চিত্রনাট্যে কলকাতার চলচ্চিত্র
-
বাংলাদেশি গীতিকারের গানে কলকাতার লগ্নজিতা
-
শুনতে কি চাও অঞ্জন দত্তের গান?
-
শুরু হচ্ছে সিসিমপুরের নতুন মৌসুম
-
শাপলা মিডিয়ার তিন চলচ্চিত্রে সাইমন-মাহি
সর্বাধিক পঠিত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
- অভিষেকে ছক্কার ঝড়ে গুরবাজের বিশ্ব রেকর্ড
- ঘাম ঝরানো জয়ে শেষ ষোলোয় বার্সেলোনা
- সুপার লিগে খেললে নিষিদ্ধ বিশ্বকাপে: ফিফা
- ‘খুবই উদার চিঠি লিখেছেন ট্রাম্প’, বললেন বাইডেন
- ৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
- বাংলাদেশে সানোফির ব্যবসা কিনে নিচ্ছে বেক্সিমকো
- ‘ভেতরের দিকে সুইং মুস্তাফিজ আরও দেখাবে’
- সিরিজ জয়ের ম্যাচে আরও কিছু চাইবে বাংলাদেশ
- গুরবাজের সেঞ্চুরি, রশিদ-ঝড়ে জিতল আফগানিস্তান