করোনাভাইরাসে আক্রান্ত হলেন সানি দেওল

বলিউড অভিনেতা ও বিজেপির সাংসদ সানি দেওল নিজেই জানালেন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংবাদ।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2020, 08:16 AM
Updated : 2 Dec 2020, 08:16 AM

অভিনেতা থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া সানি দেওল বুধবার টুইট করেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার টুইটারে তিনি লেখেন, “করোনাভাইরাস পরীক্ষা করেছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। সম্প্রতি আমার সংস্পর্শে যারা এসেছিলেন তাদের অনুরোধ করছি আইসোলেশনে থাকার এবং পরীক্ষা করানোর।”

টাইমস অফ ইন্ডিয়া জানায়, বর্তমানে এই ৬৪ বছর বয়সি অভিনেতা মানালিতে নিজ বাসায় ‘আইসলেশন’য়ে রয়েছেন।

খবরে আরও জানানো হয়, সানি দেওল হিমাচল প্রদেশের মানালির কাছে বন্ধুদের সঙ্গে একটি খামারবাড়িতে ছিলেন। সেখান থেকে তারা মু্ম্বাই ফেরার পরিকল্পনা করেছিলেন। ফেরার আগে করা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।

এদিকে মঙ্গলবার হিমাচল প্রদেশের স্বাস্থ্য সচিব অমিতাভ আভাস্তি, জেলার জ্যেষ্ঠ চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছিলেন সানি’র কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে।

কয়েকদিন আগে মুম্বাইয়ের একটি হাসপাতালে কাঁধে অস্ত্রোপচার হয়েছিল এই সাংসদ-অভিনেতার। এরপর মানালিতে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। সেখানেই করোনাভাইরাসে আক্রান্ত হন।

সানির মুখপাত্র জানিয়েছেন, বর্তমানে এই অভিনেতা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সবরকম নিয়ম মেনে চলছেন। আর তিনি ভালো আছেন।

বহুদিন অভিনয় থেকে দূরে থাকলেও সানি দেওলকে আবারও দেখা যাবে তার অভিনীত ২০০৭ সালের ‘আপনে’ ছবির দ্বিতীয় কিস্তিতে।

অনিল শর্মা পরিচালিত এই ছবিতে দেওল পরিবারের তিন প্রজন্মকে একসঙ্গে দেখা যাবে। কারণ এতে অভিনয় করবেন ধর্মেন্দ্র, তার দুই পুত্র সানি ও ববি দেওল এবং নাতি করণ দেওল।

২০২১ সালের মার্চ মাসে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে, আর ‍মুক্তির সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২২ সালে।