ইমন আহমেদের "হে শহর"

দীর্ঘ বারো বছরের বিরতির পর নতুন গান প্রকাশ করলেন ইমন আহমেদ। গানের শিরোনাম "হে শহর"।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2020, 06:35 AM
Updated : 2 Dec 2020, 06:35 AM

নিজের কথা ও সুরেই গানটি গেয়েছেন শিল্পী যার সংগীতায়োজন করেছেন সৈয়দ কামরুজ্জামান সুজন।

আজব রেকর্ডস থেকে প্রকাশিত গানটি সদ্য অবমুক্ত করা হয়েছে লেবেলের নিজস্ব ইউটিউব চ্যানেলে।

" হে শহর" গানের গানচিত্র নির্মাণ করেছে আজব কারখানা। পরিচালনা করেছেন বর্ণ চক্রবর্তী ও জয় শাহরিয়ার।

উল্লেখ্য যে, ২০০৭ সালে বাপ্পা মজুমদারের সংগীতায়োজনে "বাতিঘর" শিরোনামে ইমন আহমেদের প্রথম এলবাম প্রকাশিত হয়।

নতুন গান ও এই দীর্ঘ বিরতি নিয়ে ইমন বলেন, “সবসময় গানের মাঝেই ছিলাম। জীবন আর জীবিকার ব্যস্ততা স্টুডিও থেকে দূরে রেখেছিলো। আর এলবামের সংস্কৃতি থেকে বেরিয়ে এক গান প্রকাশের নতুন নিয়মে কি করা উচিত সে বিষয়েও সংশয় ছিলো। অবশেষে প্রকাশ পেলো নতুন গান। সেটাই আনন্দের আমার জন্য। আমি এই শহরে বেড়ে ওঠা ছেলে। এখন অপরিচিত মনে হয় আমার চেনা শহরকে। তাই আমার প্রিয় শহরকে নিজের চেনা রূপে জেগে ওঠার আহবান জানিয়েছি গানে গানে। আশা করি শ্রোতাদের ভালো লাগবে। ”

গানটি বাংলাদেশের সকল মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মেও শুনতে পাবেন শ্রোতারা।