‘ডার্থ ভেডার’ খ্যাত অভিনেতা প্রাওসের চীর বিদায়
গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Dec 2020 12:11 PM BdST Updated: 01 Dec 2020 12:11 PM BdST
‘স্টার ওয়ার্স’ ছবির ‘ডার্থ ভেডার’ চরিত্রের রূপকার ডেভিড প্রাওস মারা গেলেন।
হলিউডের ‘স্টার ওয়ার্স’ ছবির যারা ভক্ত তারা বিশ্ব-ব্রক্ষ্মাণ্ডের চরম শত্রু ‘ডার্থ ভেডার’কে অবশ্যই মনে রাখবেন। আর মুখোশে ঢাকা এই খলনায়কের চরিত্রে অভিনয় করে যিনি সমাদৃত সেই ডেভিড প্রাওস মারা গেলেন রবিবার।
প্রাওসের মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, বহু ভক্ত অনুরাগীদের দুঃখের সাগরে ভাসিয়ে ‘ডার্থ ভেডার’ খ্যাত অভিনেতা ডেভিড প্রাওস ৮৫ বছর বয়সে দেহত্যাগ করেছেন।
ডেভিড প্রাওস ছিলেন খেলোয়াড়। ভারোত্তলন থেকে অভিনয়ে তিনি আসেন ‘স্টার ওয়ার্স’য়ের পরিচালক জর্জ লুকাসের অনুপ্রেরণায়। আর এই পরিচালক প্রাওসের ৭ ফুট ৬ ইঞ্চি গড়নের দেহ দেখে মুগ্ধ হয়েই ‘ডার্থ ভেডার’ চরিত্র রূপায়নের প্রস্তাব দেন।
মজার বিষয় হল দেহভঙ্গি দিয়েই প্রাওস ‘ডার্থ ভেডার’ ছবিতে অভিনয় করে গেছেন। কোনো সংলাপ তার মুখ থেকে উচ্চারিত হয়নি কখনও।
যদিও ‘স্টার ওয়ার্স’, ‘দি এম্পায়ার স্ট্রাইকস ব্যাক’ ও ‘রিটার্ন অফ দি জেডাই’ ছবি তিনটিতে ‘ডার্থ ভেডার’কে কথা বলতে দেখা গেছে। তবে সেগুলো ছিল অন্যের কণ্ঠ।
নিরাপদ সড়কের জন্য জন-সচেতনতা মূলক প্রচার কাজের অংশ হিসেবে বহুদিন ধরে ‘গ্রিন ক্রস কোড ম্যান’ চরিত্রে অভিনয় করেছেন প্রাওস। তার এই অনুদানমূলক কাজের জন্য ২০০০ সালে কুইন এলিজাবেথ বিশেষ সম্মাননা প্রদান করেন।
সর্বাধিক পঠিত
- বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি
- মলিন ক্রিকেটের দিনে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব
- তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
- তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- রেকর্ড গড়া অভিষেকেও আকিল হোসেনের আক্ষেপ
- এমন অভিষেক আগে দেখেনি কেউ
- কুষ্টিয়ার এসপিকে হাই কোর্টে তলব, অবমাননার রুল
- ভারতের সেরাম ইনস্টিটিউটে আগুন
- আমেরিকাকে ডুবিয়ে বিদায় হলেন ট্রাম্প