আবারও বামবার নেতৃত্বে হামিন আহমেদ

২০২১-২২ মেয়াদে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) কার্যকরী পরিষদের সভাপতির দায়িত্বে এলেন মাইলসের ব্যান্ডতারকা হামিন আহমেদ।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2020, 07:02 AM
Updated : 28 Nov 2020, 11:26 AM

বৃহস্পতিবার রাজধানীর ক্লাব নটরডেমিয়ানস বাংলাদেশ লিমিটেডে আয়োজিত নির্বাচনে সদস্যদের ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তিনি।

এর আগেও তিনবার সভাপতির দায়িত্বে ছিলেন হামিন; ২০০৯ সালে অনুষ্ঠিত বামবার সবশেষ নির্বাচনেও সভাপতি হয়েছিলেন তিনি। এর আগে ২০০৬ সালে ও বামবার প্রতিষ্ঠার প্রথম দশকে এ দায়িত্ব পালন করেছেন তিনি।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিটির পরিধি বাড়ানোর চেষ্টা করব দুই বছরে। সেই সঙ্গে ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে বামবা যে অগ্রণী ভূমিকা পালন করেছে সেটা অব্যাহত রাখার চেষ্টা করব।

“প্যান্ডেমিকের মধ্যে ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্র সচল হলেও মিউজিশয়ানদের তেমন কোনও অ্যাক্টিভিটি নেই। আমরা লাইভ ইভেন্টগুলোর দিকে নজর দেবো। মিউজিকে যে স্থবিরতা চলছে কী করলে সেখান থেকে বের হওয়া যয় সেটা সবার সঙ্গে কথা বলে চূড়ান্ত করব।”

এর জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা চেয়েছেন তিনি।

২০২১-২২ মেয়াদে বামবার কার্যকরী পরিষদে নির্বাচিতরা হলেন- সহসভাপতি এস.এম আলম টিপু (ওয়ারফেইজ), সাধারণ সম্পাদক শাকিব চৌধুরী (ক্রিপটিক ফেইট), সহকারী সাধারণ সম্পাদক কাজী আশেকীন সাজু (আর্টসেল), কোষাধ্যক্ষ আলী সুমন (পেন্টাগন)।

কার্যকরী পরিষদের ব্যান্ড সদস্য হয়েছে সোলস, দলছুট, নেমেসিস, পাওয়ারসার্জ।

১৯৮৭ সালে ফিডব্যাক, সোলস, রেনেসাঁ, মাইলসসহ ১৪টি ব্যান্ডের সমন্বয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করে। পরের বছর ১৯৮৮ সালে নির্বাচনে বামবার সভাপতির দায়িত্ব পেয়েছিলেন তৎকালীন ফিডব্যাক’র লিড ভোকালিস্ট মাকসুদ।