জনি ডেপের পরিবর্তে ম্যাডস মিকেলসেন
গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Nov 2020 05:41 PM BdST Updated: 26 Nov 2020 08:15 PM BdST
‘ফ্যান্টাস্টিক বিস্টস’ ছবির পরের পর্বে জনি ডেপের পরিবর্তে অভিনয় করবেন ম্যাডস মিকেলসেন।
‘স্ত্রী পেটানো’র খবর প্রকাশের মান হানির মামলায় জনি ডেপের হারের পর ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল জনি ডেপকে। এখন সেই জায়গা দখল করছেন ড্যানিশ অভিনেতা ম্যাডস মিকেলসেন।
বুধবার, ওয়ার্নার ব্রস’য়ের বিজ্ঞপ্তির বরাত দিয়ে রয়টার্স জানায়, ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ ছবিতে জাদুকর গেলার্ট গ্রিনডেলওয়াল্ডের চরিত্রে ম্যাডস মিকেলসেন’কে নির্বাচন করা হয়েছে।
হলিউডের ‘ডক্টর স্ট্রেঞ্জ’ ও ‘ক্যাসিনো রয়াল’ ছবিতে যেমন অভিনয় করেছেন তেমনি ড্যানিশ নাটক ‘দি হান্ট’ এবং ‘এ রয়াল অ্যাফেয়ার’য়ের জন্যেও পরিচিত তিনি।
‘ফ্যান্টাস্টিক বিস্টস’ ছবির কাহিনী গড়ে উঠেছে নিউট স্ক্যাম্যানডারকে ঘিরে, আর এই ছবির সময়কাল হল ‘হ্যারি পটার’ সিরিজের সময়কালের ষাট বছর আগে। এই পর্যন্ত ছবির দুটি পর্ব মুক্তি পেয়েছে।
তৃতীয় পর্বের কাজ শুরু হয়েছিল কয়েক মাস আগে। যেটাতে কিছু অংশ ডেপ ইতিমধ্যেই কাজ করেছেন। এখন সেই অংশগুলো মিকেলসেনকে দিয়ে পুনরায় ধারণ করা হবে।
‘ফ্যান্টাস্টিক বিস্টস’য়ের তৃতীয় পর্বে মুক্তির সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে ২০২২ সালের জুলাই মাসে।
সর্বাধিক পঠিত
- ভোটে জিতে কাদের মির্জা বললেন, কথা বলে যাব
- নোয়াখালীতে ফের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলা
- উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে হাসান-শরিফুল-মেহেদি
- দ্বিতীয় ধাপের ভোটে মেয়র হলেন যারা
- অভিষেকে অনুজ্জ্বল টেন্ডুলকারের ছেলে
- এখন কেউ ‘খেলতে’ এলেই ধরা পড়বে: বিএসইসি চেয়ারম্যান
- তিন নতুন মুখের ব্যাখ্যা প্রধান নির্বাচকের
- তামিম-সাকিবের ব্যাটে রান
- সিরাজগঞ্জে ফল ঘোষণার পর সংঘর্ষে কাউন্সিলর পদে বিজয়ী নিহত
- বিমানের সহযাত্রী করোনাভাইরাস পজিটিভ, কোয়ারেন্টিনে ৪৭ খেলোয়াড়