প্রভু দেভা বিয়ে করেছেন
গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Nov 2020 03:46 PM BdST Updated: 21 Nov 2020 03:46 PM BdST
গুঞ্জন রটেছিল প্রভুদেভা তার কোনো এক আত্মীয়কে বিয়ে করেছেন, যা ঠিক নয়।
ভারতীয় নৃত্যশিল্পী, অভিনেতা, কোরিয়োগ্রাফার প্রভু দেভা বিয়ে করেছেন তার ‘ফিজিওথেরাপিস্ট’কে।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে ‘ইন্ডিয়া টুডে’ জানায়, মুম্বাইতে সেপ্টেম্বর মাসে বিয়ে করেন প্রভু দেভা। তারপর তারা চেন্নাইতে চলে যান। ঘটা করে কোনো অনুষ্ঠানই তারা করেননি। এমনকি বিয়ের বিষয়টা নিয়ে খুব একটা ঢাক ঢোলও পেটাননি।
যেকারণে এই শিল্পীর বিয়ে নিয়ে গুজব রটেছিল যে, প্রভু দেভা তার ভাগ্নীকে বিয়ে করেছেন।
তবে এই গুজব উড়িয়ে দিয়ে এই অভিনেতার ঘনিষ্ঠ মহল থেকে বলা হয়, “মোটেই ঠিক না। তিনি তার ফিজিওথেরাপিস্টকে বিয়ে করেছেন। সম্পর্কে তিনি আত্মীয় হন না।”
ইন্ডিয়া টুডে’র তথ্যানুসারে দীর্ঘদিন ধরে পিঠের ব্যথায় ভুগছিলেন প্রভু দেভা। চিকিৎসকদের পরামর্শে বেশ কয়েক মাস আগে এক ফিজিয়োথেরাপিস্টের কাছে যেতে শুরু করেন। অল্পদিনের মধ্যেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। তাই দেরি না করে সেপ্টেম্বরে বিয়ে সেরে ফেলেন তারা।
মুম্বাইয়ে প্রভু দেভার বাড়ি ‘গ্রিন একর্স’-এই বিয়ের অনুষ্ঠান হয় বলে জানা গেছে।
প্রভু দেভার এটা দ্বিতীয় বিয়ে। ১৯৯৫ সালে রামলতা ওরফে লতার সঙ্গে তার প্রথম বিয়ে হয়। সে ঘরে ছিল তিন সন্তান। ২০০৮ সালে বড় ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর হয়ত তাদের সম্পর্কে চীড় ধরে।
২০১০ সালে দক্ষিণী অভিনেত্রী নয়নতারার সঙ্গে সম্পর্কে জড়ান প্রভু দেভা। যে কারণে ২০১১ সালে বিচ্ছেদ হয় লতার সঙ্গে। পরে অবশ্য নয়নতারা সঙ্গেও প্রভু দেভার সম্পর্কটা টেকেনি।
বর্তমানে প্রভু দেভার বেশ কয়েকটি ছবি মুক্তির তালিকায় রয়েছে। এর মধ্যে রয়েছে তার পরিচালিত সালমান খান অভিনীত ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ানটেড ভাই’।
সর্বাধিক পঠিত
- ক্যারিবিয়ানদের ‘হোয়াইটওয়াশ’ করেই ছাড়ল বাংলাদেশ
- এলচেকে হারিয়ে তিনে বার্সা
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- টিকা আসার আগে যা বললেন বেক্সিমকো ফার্মার এমডি
- দশম ও দ্বাদশ শ্রেণিতে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে ১ দিন
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- আইপিএলে নতুন ভূমিকায় সাঙ্গাকারা
- স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত ৪ ফেব্রুয়ারি পরিস্থিতি দেখে: শিক্ষামন্ত্রী
- চট্টগ্রামে নৌকার প্রচারে রিয়াজ-তারিন-অপু-মাহিরা