কলকাতার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের বিয়ে
Published: 21 Nov 2020 12:57 PM BdST Updated: 21 Nov 2020 12:57 PM BdST
দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করছেন টালিগঞ্জের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।
২৬ নভেম্বর কলকাতার ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে বান্ধবী মধুরিমা গোস্বামীর সঙ্গে গাঁটছড়া বাঁধছেন বলে খবর এসেছে আনন্দবাজার পত্রিকায়।
বেশ আগেই বিয়ের আয়োজনের কথা থাকলেও মহামারীর কারণে তা এতদিন পিছিয়ে যায়। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ছোট্ট পরিসরে বিয়ের আয়োজন করা হবে বলে জানান অনির্বাণ।
তিনি বলেন, “ব্যক্তিগত ভাবে আমরা কখনওই চাইনি এই নিয়ে সোশ্যাল মিডিয়া বা অন্য কোনও মাধ্যমে লেখালিখি বা আলোচনা হোক। পুরো বিষয়টাই ব্যক্তিগত রাখতে চেয়েছিলাম। আমাদের দুই পরিবার ও কাছের বন্ধুবান্ধবকেই বলেছি শুধু।
“অতিমারির আবহে নির্দিষ্ট অতিথি-সংখ্যার বাইরে যেতে অপারগ আমরা। যখন মনস্থির করেছিলাম বিয়ে করব বলে, তখনও প্যানডেমিক আসেনি। সেই সময়ে ঠিক করে নিয়েছিলাম, জাঁকজমক করে বিয়ে করব না। খুব ঘরোয়াভাবেই অনুষ্ঠানের পরিকল্পনা ছিল।”
মঞ্চনাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়জীবন শুরু করেন অনির্বাণ; মঞ্চে কাজ করতে গিয়ে মধুরিমা গোস্বামীর সঙ্গে বন্ধুত্ব তৈরি হয় তার।
অনির্বাণ টালিগঞ্জের ভিঞ্চি দা, দ্বিতীয় পুরুষ, বিবাহ অভিযান, গুমনামীসহ বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন।
সর্বাধিক পঠিত
- ক্যারিবিয়ানদের ‘হোয়াইটওয়াশ’ করেই ছাড়ল বাংলাদেশ
- এলচেকে হারিয়ে তিনে বার্সা
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- টিকা আসার আগে যা বললেন বেক্সিমকো ফার্মার এমডি
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- দশম ও দ্বাদশ শ্রেণিতে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে ১ দিন
- আইপিএলে নতুন ভূমিকায় সাঙ্গাকারা
- স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত ৪ ফেব্রুয়ারি পরিস্থিতি দেখে: শিক্ষামন্ত্রী
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’