জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা কবে?
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Nov 2020 12:09 PM BdST Updated: 19 Nov 2020 12:09 PM BdST
-
ফাইল ছবি
২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য নির্বাচিত ছবি, অভিনয়শিল্পী, কলাকুশলীদের তালিকা তথ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে জুরি বোর্ড; মন্ত্রিসভার অনুমোদন পেলেই তা ঘোষণা করা হবে।
জুরি বোর্ডের সদস্য নিজামুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জুরি বোর্ড থেকে বাছাইকৃত তালিকা বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড হয়ে তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে মন্ত্রিসভায় অনুমোদন সাপেক্ষে ঘোষণা দেওয়া হয়।
কবে সেই তালিকা মন্ত্রিসভায় উঠছে?-এমন প্রশ্নের জবাবে জুরি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে থাকা তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র ও প্রশাসন) জাহানারা পারভিন বলেন, মন্ত্রিসভা থেকে অনুমোদন পেলেই আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে।
নাম প্রকাশের অনিচ্ছুক জুরি বোর্ডের এক সদস্য বলেন, “সপ্তাহ খানেকের মধ্যেই মন্ত্রিসভায় উঠতে পারে তালিকাটি।”
২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবিগুলো থেকে নির্বাচিত ছবি, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের পুরস্কৃত করবে সরকার।
চেয়ারম্যানের দায়িত্বেব থাকা জাহানারা পারভিন ছাড়াও জুরি বোর্ডের সদস্য হিসেবে আছেন মোহাম্মদ নজরুল ইসলাম (যুগ্মসচিব, তথ্য মন্ত্রণালয়), নুজহাত ইয়াসমিন (ব্যবস্থাপনা পরিচালক, এফডিসি), মোহাম্মদ নিজামুল কবীর (মহাপরিচালক, ফিল্ম আর্কাইভ), হাবিবা রহমান (চেয়ারম্যান, চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), জসিম উদ্দিন (ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড), অভিনেত্রী সুচরিতা, পরিচালক শাহ আলম কিরণ, সংগীতশিল্পী খুরশীদ আলম, কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, গীতিকার হাসান মতিউর রহমান, চিত্রগ্রাহক জেড এইচ মিন্টু ও নায়ক রিয়াজ।
-
এবার বিদায় নিলেন মার্কিন অভিনেত্রী ক্লোরিস লিচম্যান
-
নেটফ্লিক্সে ফারুকীর ‘ডুব’
-
ভালোবাসা দিবসে অপূ্র্ব-সাবিলার ‘টিপু সুলতানা’
-
থরের বাড়িতে থরের অনুষ্ঠান
-
বাংলাদেশি গীতিকারের কথায় সুর বাঁধছেন শান্তনু মৈত্র
-
নকীব খানের সুরে নন্দিতা-ঋতুরাজ
-
যৌনদৃশ্যে অভিনয় করবেন না কিয়রা নাইটলি
-
পরিচালক সমিতির নির্বাচন ২ এপ্রিল
সর্বাধিক পঠিত
- চট্টগ্রামের মেয়র পদে বিজয়ী রেজাউল
- মেসি-ডি ইয়ংয়ের গোলে শেষ আটে বার্সা
- নতুন জাতীয় নির্বাচক রাজ্জাক
- বিদায়ের আগে কাঁপিয়ে যাবে শীত
- এইচএসসির ফল প্রকাশ, সনদ বিতরণের ক্ষমতা পেল সব শিক্ষাবোর্ড
- ইচ্ছে হচ্ছে আমরাও গিয়ে নিয়ে আসি: প্রধানমন্ত্রী
- পান্তের পথে হেঁটে বাংলাদেশে সাফল্যের খোঁজে ব্ল্যাকউড
- কোভিড-১৯: নার্স রুনুর জয়বাংলা ধ্বনিতে বাংলাদেশে টিকাযজ্ঞ শুরু
- ফাওয়াদের দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তানের লিড
- কোভিড-১৯: ঢাকার পাঁচ হাসপাতালে টিকা নিলেন ৫৪১ জন