আলী যাকের হাসপাতালে
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Nov 2020 11:01 PM BdST Updated: 18 Nov 2020 11:12 PM BdST
ক্যানসারে আক্রান্ত অভিনেতা, নির্দেশক আলী যাকেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রোববার তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপতালের পরিচালক ও প্রধান নির্বাহী আল ইমরান জানান।
আল ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনি কয়েক বছর ধরে ক্যানসারে ভুগছেন। তিনি হার্টের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে সিসিইউতে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।”
হাসপাতালে চিকিৎসক ডা. আবদুল মোমিনের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
চার বছর ধরে ক্যানসারে ভুগছেন টিভি ও মঞ্চ নাটকের এ অভিনেতা। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি।
মঞ্চে নুরুলদীন, গ্যালিলিও ও দেওয়ান গাজীর চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন তৈরি করেছেন আলী যাকের।
অভিনয়ের বাইরে ‘অচলায়তন’, ‘বাকী ইতিহাস’, ‘সৎ মানুষের খোঁজে’, ‘তৈল সংকট’, ‘এই নিষিদ্ধ পল্লীতে’, ‘কোপেনিকের ক্যাপ্টেন’সহ বেশ কয়েকটি মঞ্চ নাটকের নির্দেশনা দিয়েছেন তিনি।
কাজ করেছেন ‘আজ রবিবার’, ‘বহুব্রীহি’, ‘তথাপি’র মতো দর্শকপ্রিয় টিভি নাটকে।
১৯৭২ সালের আরণ্যক নাট্যদলের ‘কবর’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে পথচলা শুরু করেন তিনি। পরবর্তীতে ১৯৭৩ সালে যোগ দেন নাগরিক নাট্য সম্প্রদায়ে। এখনও সেই নাট্যদলে সঙ্গেই সম্পৃক্ত রয়েছেন।
অভিনয়, নির্দেশনার বাইরে তিনি একজন নাট্যসংগঠকও; পাশাপাশি যুক্ত আছেন লেখালেখির সঙ্গেও।
-
এবার বিদায় নিলেন মার্কিন অভিনেত্রী ক্লোরিস লিচম্যান
-
নেটফ্লিক্সে ফারুকীর ‘ডুব’
-
ভালোবাসা দিবসে অপূ্র্ব-সাবিলার ‘টিপু সুলতানা’
-
থরের বাড়িতে থরের অনুষ্ঠান
-
বাংলাদেশি গীতিকারের কথায় সুর বাঁধছেন শান্তনু মৈত্র
-
নকীব খানের সুরে নন্দিতা-ঋতুরাজ
-
যৌনদৃশ্যে অভিনয় করবেন না কিয়রা নাইটলি
-
পরিচালক সমিতির নির্বাচন ২ এপ্রিল
সর্বাধিক পঠিত
- চট্টগ্রামের মেয়র পদে বিজয়ী রেজাউল
- নতুন জাতীয় নির্বাচক রাজ্জাক
- মেসি-ডি ইয়ংয়ের গোলে শেষ আটে বার্সা
- বিদায়ের আগে কাঁপিয়ে যাবে শীত
- এইচএসসির ফল প্রকাশ, সনদ বিতরণের ক্ষমতা পেল সব শিক্ষাবোর্ড
- ইচ্ছে হচ্ছে আমরাও গিয়ে নিয়ে আসি: প্রধানমন্ত্রী
- ফাওয়াদের দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তানের লিড
- কোভিড-১৯: নার্স রুনুর জয়বাংলা ধ্বনিতে বাংলাদেশে টিকাযজ্ঞ শুরু
- শীর্ষ পাঁচ চিন্তাও করতে পারেননি মিরাজ
- পান্তের পথে হেঁটে বাংলাদেশে সাফল্যের খোঁজে ব্ল্যাকউড