মুক্তি পেতে যাচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবি
গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Nov 2020 01:45 PM BdST Updated: 18 Nov 2020 01:45 PM BdST
-
ছবি: নাড়ুগোপাল মণ্ডলের ইন্সটাগ্রাম থেকে।
‘অবলম্বন’ ছবির কাজ ‘অভিযান’ ছবির আগেই শেষ করেছিলেন ফেলুদা খ্যাত সৌমিত্র চট্টোপাধ্যায়।
বেঁচে থাকতে সৌমিত্র চট্টোপাধ্যায় যেসব ছবির কাজ করছিলেন সেগুলোর মধ্যে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘অভিযান’ ছবির কথা বেশ কয়েকবার সংবাদ মাধ্যমে এসেছে। তবে এই ছবির কাজের আগেও আরেকটি ছবির ডাবিংয়ের কাজ তিনি শেষ করেছিলেন।
নাড়ুগোপাল মণ্ডল পরিচালিত ছবিটির নাম ‘অবলম্বন’। মুক্তি পেলে এটাই হবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর প্রথম ‘মুক্তিপ্রাপ্ত’ ছবি।
আনন্দবাজার ডটকম জানায়, এই ছবিতে আরও অভিনয় করেছেন লিলি চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, মেঘনা হালদার প্রমুখ।
লিলি চৌধুরী ছবিতে একজন বিধবা নারীর চরিত্রে অভিনয় করেছেন। তিনি আক্ষেপ করে এই সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘ছবিতে দু’জনে কাজ করলেও আমাদের একসঙ্গে কোনও দৃশ্য ছিল না। আফসোস রয়ে গেল।’’
পরিচালক নাড়ুগোপাল মণ্ডল এই ছবির মাধ্যমে সৌমিত্রকে নিয়ে তৃতীয়বারের মতো কাজ করেছেন।
মণ্ডল আনন্দবাজারকে বলেন, “আমার মতো একজন আনকোরা পরিচালকে কাজ করার পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন তার মতো বিশাল মাপের অভিনেতা। কোনো শট একাধিকবার টেক করতে বললেও কখনও আপত্তি করেননি। ওর সঙ্গে কাজ করতে পারা আমাদের জন্য সৌভাগ্যের।”
ছবির কাহিনি এগিয়েছে একজন লেখককে ঘিরে। যিনি ‘অবলম্বন’ নামের একটি উপন্যাস লেখার পর আবিষ্কার করতে থাকেন তার নিজের জীবনে উপন্যাসের চরিত্রগুলোই ধরা দিচ্ছে। আর এই লেখকের চরিত্রেই রূপদান করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।
‘অবলম্বন’ মুক্তি দেওয়ার কথা চূড়ান্ত করা হয়েছে ডিসেম্বর মাসে।
-
টিভি পর্দায় আসছেন ‘দেশের প্রথম’ ট্রান্সজেন্ডার সংবাদ উপস্থাপক
-
শ্রেয়া ঘোষালের সংসারে আসছে নতুন অতিথি
-
আবুল মোমেন ও শীলা মোমেনের গল্প বলা
-
আসছে তারকাবহুল ওয়েব সিরিজ ‘সিক্স’
-
স্টার সিনেপ্লেক্সে ‘রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন’
-
সেন্সর ছাড়পত্র পেল ‘ঢাকা ড্রিম’
-
মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০-এর চূড়ান্ত পর্বের সেরা ১০ নির্বাচিত
-
‘যৈবতী কন্যার মন’ মুক্তি পাচ্ছে ১৯ মার্চ
সর্বাধিক পঠিত
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- টিভি সূচি (শুক্রবার, ০৫ মার্চ ২০২১)