কোভিড-১৯: ফারুক হাসপাতালে ভর্তি

সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2020, 05:55 PM
Updated : 16 Nov 2020, 05:55 PM

সোমবার দুপুরে করোনাভাইরাস রিপোর্ট ‘পজিটিভ’ পাওয়ার পর রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার শারীরিক অবস্থা ভালো; তার জ্বর কিংবা শ্বাসকষ্ট নেই।

যক্ষ্মায় আক্রান্ত হয়ে সিঙ্গপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দেড় মাস ধরে চিকিৎসা নিয়ে অক্টোবরের শেষভাগে দেশে ফিরেছেন তিনি।

যক্ষ্মার ধকল কাটিয়ে উঠার আগেই করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৭২ বছর বয়সী এ সংসদ সদস্য।

তিনি বলেন, “৯ নভেম্বর জাতীয় সংসদ থেকে ফিরে শরীরটা খারাপ লাগছিল। ভেবেছিলাম, টিবি রোগের প্রকোপে এমনটা হচ্ছে। পরে কোভিড টেস্ট করে রিপোর্ট ‘পজিটিভ’ আসার পর আর দেরি না করে হাসপাতালে ভর্তি হলাম। সবার কাছে দোয়া চাই।”

সেপ্টেম্বরের মাঝামাঝির দিকে জ্বর নিয়ে ঢাকায় একাধিক হাসপাতালে ঘুরেও তার রোগ শনাক্ত না হওয়ায় সিঙ্গাপুরে গিয়েছিলেন ফারুক। দুই মাসের ব্যবধানে ১৪ বারের মতো তার করোনাভাইরাস টেস্টে করা হয়েছে বলে জানান তিনি।

এক সময়ে জনপ্রিয় এ চিত্রনায়ক ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।