কবি টোকন ঠাকুর গ্রেপ্তার

কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকও গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2020, 04:09 PM
Updated : 25 Oct 2020, 05:21 PM

রোববার সন্ধ্যার পরে কাঁটাবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিউমার্কেট থানার ওসি শ ম কাইয়ুম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “টোকন ঠাকুরের বিরুদ্ধে সিএমএম কোর্টে একটি মামলা ছিল। আদালত থেকে পাওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে।”

মামলাটি কী অভিযোগের, তা জানাতে পারেননি তিনি।

কথা সাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্প ‘কাঁটা’ অবলম্বনে একই শিরোনামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য ২০১১-১২ অর্থবছরের সরকারি অনুদান পেয়েছিলেন টোকন ঠাকুর।

অনুদানের অর্থ গ্রহণের নয় মাসের মধ্যে ছবি মুক্তি দেওয়ার নিয়ম থাকলেও আট বছরেও তা সম্পন্ন করতে পারেননি তিনি।

ছবি নির্মাণ শেষ করতে কিংবা অর্থ ফেরত চেয়ে একাধিকবার তাকে চিঠি পাঠিয়েও কোনও উত্তর না পাওয়ায় তার বিরুদ্ধে ২০১৬ সালে জেলা প্রশাসকের কার্যালয়ে মামলা দায়ের করেছিল তথ্য মন্ত্রণালয়।

তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক মাস আগে আমরা জেনেছিলাম তার বিরুদ্ধে সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।”