হৃদয়ের অস্ত্রোপচারের পর দারুণ বোধ করছেন শোয়ার্জনেগার

‘টার্মিনেটর’ খ্যাত আর্নল্ড শোয়ার্জনেগারের হৃদযন্ত্রে বসানো হয়েছে নতুন ‘এওর্টিক ভাল্ব’।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2020, 07:56 AM
Updated : 24 Oct 2020, 07:56 AM

৭৩ বছর বয়স্ক হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার তার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে জানালেন, হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর তিনি ‘ফ্যান্টাস্টিক’ বোধ করছেন।

শুক্রবার এই তথ্য প্রকাশ করার মাধ্যমে আরও জানা যায়, তার হৃদপিণ্ডে নতুন ‘এওর্টিক ভাল্ব’ প্রতিস্থাপন করা হয়েছে।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলতে গেলে, হৃদযন্ত্রের মাধ্যমে সঠিক পথে রক্ত চলাচল করতে সাহায্য করে ‘এওর্টিক ভাল্ব’।

তিনি টুইটারে হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে আরও লেখেন, “ক্লিভল্যান্ড ক্লিনিকের সদস্যদের ধন্যবাদ। আমি এরমধ্যেই দারুণ বোধ করছি। আর ক্লিভল্যান্ডের হেঁটে বেড়িয়ে উপভোগ করছি। প্রত্যেকটা নার্স ও চিকিৎসদের আবারও ধন্যবাদ।”

শোয়ার্জনেগার তার টুইটার ও ফেইসবুকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা-সহ, ঘোরাঘুরি বেশ কয়েকটি ছবিও পোস্ট করেন।

এই পোস্টের সূত্র ধরে ইউএসএটুডে ডটকম জানায়, জন্মগতভাবেই হৃদযন্ত্রের সমস্যা নিয়ে পৃথিবীতে এসেছেন এই অ্যাকশন হিরো। ২০১৮ সালে তার মুখপাত্র ড্যানিয়েল কেটচেল এই তথ্য প্রকাশ করেন। পারিবারিক ইতিহাসেও এই সমস্যা রয়েছে। শোয়ার্জনেগারের মা ও মাতৃ-সম্পর্কের নানীরও ভাল্ব সংক্রান্ত জটিলতা ছিল।

২০১৮ সালের মার্চ মাসে এই অভিনেতার জরুরি ভিত্তিতে ‘ওপেন হার্ট সার্জারি’র প্রয়োজন হয়েছিল। সেই সময় তার ফুসফুসের একটি ভাল্ব প্রতিস্থাপন করা হয়। যেটা প্রথমে স্থাপন করা হয়েছিল ১৯৯৭ সালে।

সেই সময় ‘টারমিনেটর’ ছবিতে তার বিখ্যাত সংলাপ ‘আই’ল বি ব্যাক’ অনুকরণে তিনি বলেছিলেন, “ইটস ট্রু, আই অ্যাম ব্যাক।”