পল ম্যাককর্টনি’র তৃতীয় একক অ্যালবাম

নিজের নামে প্রথম অ্যালবাম প্রকাশের পঞ্চাশ বছর পর আবারও একক অ্যালবাম আনছেন ‘বিটলস’ ব্যান্ডের প্রাক্তন সদস্য পল ম্যাককর্টনি।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2020, 07:12 AM
Updated : 22 Oct 2020, 07:12 AM

লকডাউনে সবাই যখন নানান রকম রান্না শিখছেন তখন বৃটিশ সংগীতশিল্পী পল ম্যাককর্টনি নিজের স্টুডিওতে তৈরি করলেন নতুন গান।

আর সেই গান তার একক অ্যালবাম সিরিজের অংশ হিসেবে মুক্তি পেতে চলেছে। নাম রাখা হয়েছে ‘ম্যাককর্টনি থ্রি’।

১৯৭০ সালে প্রাক্তন এই ‘বিটলস’ তারকার প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয় ‘ম্যাককর্টনি’ নামে। দ্বিতীয় একক অ্যালবাম ‘ম্যাককর্টনি টু (ইউ গেস ইট)’ প্রকাশিত হয় ১৯৮০ সালে।

‘ব্রিটেন’স প্রেস অ্যাসোসিয়েশন নিউজ এজেন্সি’কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাককর্টনি বলেন, “লকডাউনে পরিবার নিয়ে আমার খামারবাড়িতে থাকছি। আর প্রতিদিন স্টুডিওতে কাজ করছি। কয়েকটা ছবির গানের কাজ শেষ করার পর ভাবলাম এরপর কি করবো। তখন মনে পড়লো বেশ কয়েকটা গানের কাজ অসমাপ্ত হয়ে পড়ে আছে। তখন সেগুলো নিয়ে নাড়াচাড়া শুরু করলাম। একদিন গান লিখলাম, একদিন সংগীত করলাম তো আরেকদিন কণ্ঠ দিলাম বা গিটার ও পিয়ানো বাজালাম। আর এভাবেই গানটি দাঁড়িয়ে গেল।”

ইংল্যান্ডের সাসেক্স’য়ের নিজের স্টুডিতে এভাবেই নিজের একক গান তৈরি করেছেন ৭৮ বছর বয়সি এই সংগীতশিল্পী।

তিনি আরও বলেন, “এটাকে কোনো কাজ হিসেবে না বরং বলা যেতে পারে নিজের জন্য সংগীত করেছি। তবে এটা যে একক সংগীতের অ্যালবাম হিসেবে প্রকাশ করবো সে পরিকল্পনা ছিলনা।”

ক্যাপিটল রেকর্ডস’য়ের ব্যানারে ‘ম্যাককর্টনি থ্রি’ প্রকাশিত হবে ১১ ডিসেম্বর।