রাজীব ইসলামের ছন্দে আনন্দে আইয়ুব বাচ্চু

রাজীব ইসলামকে পাওয়া যায় সব সময়ে সুরসঙ্গীতের মাঝেই।

রুম্পা সৈয়দা ফারজানা জামানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2020, 12:17 PM
Updated : 19 Oct 2020, 01:18 PM

পুরান ঢাাকার ছেলে রাজীব কাঁচা বয়স থেকেই সুরের সঙ্গে বড় হয়েছেন। একারণেই হয়তো লকডাউনের এইসময়ে ঘরে বসেই ‘বিয়ন্ড দ্যা বর্ডার শিরোনামে একটি বিশাল সঙ্গীতের সমাবেশ করে ফেলেন। যেখানে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষীর সংগীত শিল্পীরা।

‘গ্লোবাল ল থিংকারস সোসাইটি’ কর্তৃক সমাদৃত হয়েছেন গুরো দল নিয়ে। আছেন বিশ্ব রেকার্ড করার প্রতিযোগিতাতেও।

‘ভার্চুয়াল ইউথ সামিট ২০২০’ কর্তৃক আয়োজিত এই বিশ্ব রেকর্ডের দৌঁড়ে থাকা রাজীবের ধ্যানজ্ঞান সঙ্গীত বলেই আইয়ুব বাচ্চু আছেন তার জীবনে ছায়া হয়ে।

রাজীব ভালোবাসে এবি’র মাস্টার স্ট্রোক, কণ্ঠের যাদু এবং না শেষ হওয়া আমেজ।

আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে শুধু নয়, তিনি ট্রিবিউট দেন যেকোনও সন্ধায় প্রিয় গায়ককে মনে করে।

গ্লিটজের আমন্ত্রণে এক্সক্লুসিভ আয়োজনে ্ট্রিবিউট জানালেন ‘বস’-এর প্রতি।